মোবাইল থেকেই ছবিতে দিন DSLR ক্যামেরার ইফেক্ট
আজ আপনাদের একটি দারুন অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দিব; নাম After Focus। যা দিয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে থেকে DSLR ক্যামেরার এফেক্ট দিতে পারবেন খুব সহজে; অসাধারন একটি অ্যাপ। ফোকাস,ফিল্টার সব করতে পারবেন DSLR ক্যামেরার মত। আরেকটি সুবিধা হল ২ ক্যামেরা ফোটো নিতে পারবেন। দেখে নিনি এটি দিয়ে করা কিছু কাজ।
ব্যবহার করা খুবই সহজ। না পারলে অ্যাপে ছবি ওপেন করার সাথে সাথে যে ডায়ালগ বক্স আসে ওটার কোনায় ভিডিও এর ছবিতে ক্লিক করুন ওরা একটি ভিডিও টিওটিরিয়াল আপনাদের দেখিয়ে দিবে। নিচে থেকে নিয়ে অ্যাপটি প্রো ভার্সন ফ্রীতে!!!
এবার একটি বোনাস অ্যাপ নাম Cymera। এটি দিয়েও আপনি Dslr ক্যামেরা ইফেক্ট দিতে পারবেন। ফিল্টার ব্যবহার করতে পারবেন। এটি আরো নানা সুবিধা আছে বলে শেষ করা যাবে না। ডাবল ক্যামেরা,ব্লুর এফেক্ট,ফোকাস,লিকুয়িটি,ফেস স্পট রিমুবার অনেক। কিছু স্ক্রিন শট দেখে নিতে পারেন।
এটির নতুন ভার্সন প্লে স্টোরে পাবেন। এটি ফ্রী অ্যাপ।
তবে খুব ভাল Dslr ক্যামেরা ইফেক্ট দিতে আমি আপনাকে প্রথম অ্যাপ্টিই সাজেস্ট করব। তারপর ছোট কাট কাজের জন্য CYMERA ব্যবহার করতে পারেন। মূলত এই দুইটি অ্যাপ রাখলে আপনার DSLR CAMERA লাগবে না

তবে খুব ভাল Dslr ক্যামেরা ইফেক্ট দিতে আমি আপনাকে প্রথম অ্যাপ্টিই সাজেস্ট করব। তারপর ছোট কাট কাজের জন্য CYMERA ব্যবহার করতে পারেন। মূলত এই দুইটি অ্যাপ রাখলে আপনার DSLR CAMERA লাগবে না



0 comments: