Just Click & Earn Money

Showing posts with label IOS. Show all posts

ব্ল্যাকবেরির জনপ্রিয় ম্যাসেন্জার “বিবিএম” এবারে এন্ড্রোয়েড এবং আইওএসে


দীর্ঘ প্রতীক্ষার পর কানাডিয়ান স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরি লিমিটেড তাদের সবচেয়ে জনপ্রিয় ম্যাসেন্জার সার্ভিস বিবিএম এখন এন্ড্রোয়েড এবং আইওএসে ডাউনলোডের জন্য প্রস্তুত। গেল মাসে তারা সার্ভিসটি বাজারে আনার ঘোষনা দিলেও শেষমুহূর্তে হ্যাকারদের কবলে পড়ায় তারা সিদ্ধান্তটি পরিবর্তন করে। তবে তাদের চুরি হয়ে যাওয়া সে সার্ভিসটি [link|http://nerdberry.net/2013/09/16/leaked-bbm-for-android-apk-file/ নার্ডবেরি  নামে একটি দল বাজারে ছেড়ে দেয়। এবং একটি এপিকে ফাইল ডাউনলোড করে এন্ড্রোয়েড ব্যাবহারকারীরা তা ব্যবহারও করতে শুরু করে।



যাই হোক, এবারে অফিসিয়ালি ব্ল্যাকবেরি কর্তৃপক্ষই জনপ্রিয় এ সার্ভিসটি ব্যাবহারের সুযোগ দিল। তবে ঘোষনা অনুযায়ী গত মাসেই হয়তো সবাই সার্ভিসটি ব্যাবহারের সুযোগ পেতেন। কিন্তু লিকড হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ এটি আটকে দেয়।
তবে একটা সমস্যা তবু থেকেই যাচ্ছে ব্যাবহারের ক্ষেত্রে। ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ বলছে(দাবী করছে) , ব্যাপক চাহিদা থাকায় তারা এ মুহূর্তে সব গ্রাহককে এ সার্ভিসটি দিতে পারছে না। সার্ভিসটি পেতে কিছুদিন অপেক্ষা করতে হবে। এখন কেবলমাত্র তারাই এটি ব্যবহার করতে পারবে যারা বিবিএম সার্ভিসটির জন্য প্রি-রেজিষ্ট্রার করেছিলেন। নিচের ছবিটির মতো অন্য সব ব্যাবহারকারীদের ইমেইল ঠিকানা দিয়ে ব্ল্যাকবেরির সম্মতির জন্য অপেক্ষা করতে হবে। সম্মতি পাওয়া গেলেই কেবলমাত্র তখন থেকে আপনি বিবিএমের অফিসিয়াল রেজিষ্টার্ড গ্রাহক।


এন্ড্রোয়েড ব্যাবহারকারীরা ডাউনলোড করুন
আইওএস ব্যাবহারকারীরাদের ডাউনলোড  লিংক


আমাদের নিয়মিত update  জানতে আমাদের ফব পেইজ এ লিকে দিন।

এই post টি ভাল লাগলে PLZ Share করুন


Learn more »

2.99$ এর Video Downloadre Full Version একদম Free


আমি দেখিছি Iphone ব্যাবহারকারী আমাদের অনেক বন্ধুই জানেন না Jailbreak কি বা এটা কিভাবে Use করা যায়, বা Jailbreak কিভাবে করতে হয়। অথবা অনেকেই ঝামেলা মনেকরেও Jailbreak করেননা ,আর তাদের অনেকেই বিভিন্ন ধরনের Full Version এর জন্য অনেক সাইটে দেখেন। আর তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ন্ হলো Video Downloader, কিভাবে একটি Full Version Video Downloadre পাওয়া যাবে।
যাতে সব ধরনের Video Support দিবে এবং Youtube থেকে যেন পছন্দের সব Video Download করা যায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কাল যেটা 2.99$ থেকে 0.99$ ছিলো আর আজ সেটি একদম Free। যারা এ ধরনের সমস্যায় ভুগতেছেন তাদের জন্য নিয়ে এলাম একটি Video Downloader Full version এর। আর দেরি না করে এখনী করে নিন।

Download : https://itunes.apple.com/sa/app/video-downloader-pro-+-all/id623187379?mt=8




এখন আসুন দেখি এটিতে আপনী কোন ধরনের এবং কি কি সুবিধা পেতে পারেন।
  • ১. WiFi দ্বারা Video Download এবং Copy দুটোই করতে পারবেন।
  • ২. Trail Version এর Apps দিয়ে ৫-১০ টি Video Download করতে পারা যায়। কিন্তু এটিতে আপনী Unlimited অর্থাৎ যতখুশী Video Download করতে পারবেন।
  • ৩. ভিন্নভাবে Folder করে গান বা রাখতে পারবেন।
  • ৪. Video Move করাতে পারবেন ,এবং আপনী ইচ্ছে করলে অপছন্দনীয় Video Delete করে দিতে পারবেন।
  • ৫. এটিকে আপনী আপনার গোপনীয় নাম্বার দিয়ে বন্ধ করে রাখতে পারবেন , যেন অন্য কেউ আপনা ব্যাক্তিগত Video দেখতে না পারে।
  • ৬. এটিতে যেসব Video Support দিবে:- Wmv, mpeg, mpeg1, mpeg2, mpeg4, 3gp, sf, avi, divx, dv, gxf, m2p, m2ts, m2v, m4v, mkv(+hd), moov, mov, mp2, mpg, mpv, mt2s, mts, mxf, ogm, ogv, ps, qt, ts, vob, webm, wm, 4k, HD এবং আরও অনান্য জনপ্রিয় সব Formate এর Video Supporte দিবে।
  • ৭. আপনী Video কে Rename করতে পারবেন। এবং আপনার ইচ্ছে মত Folder নাম দিয়ে তৈরি করে সেখানে Video রাখতে পারবেন।
    ধন্যবাদ আপনাকে আমার টিউনটি পরার জন্য। এবং উপক্রিত হলে অবশ্যই জানাবেন। আর যদি কোন কিছু জানার অথবা না বুঝে থাকেন জানাবেন, আশাকরি সমাধান দেওয়ার চেষ্টা করবো।


Learn more »

আইফোন এ সরাসরি ইন্সটল করুন Paid Apps


এবার আসি আসল কথায়।যারা  jailbroken iDevice ব্যাবহার করেন তারা সবাই হয়তো installous এর নাম শুনেছেন,আবার অনেকে ব্যাবহারও করেছেন।তাই  installous নিয়ে নতুন করে কিছু বলার নেই।তবু যারা জানেন না তাদের জন্য বলছি,installous দিয়ে আগে সরাসরি Paid  App(Cracked) iDevice এ ডাউনলোড ও ইন্সটল করা যেত।কিন্তু সম্প্রতি installous বন্ধ করে দেওয়া হয়েছে।তাই আজ আপনাদের installous এর বিকল্প App store সম্পর্কে বলবো ।যেখান থেকে Paid  App(Cracked)   installous এর মত  free তে ডাউনলোড করা যাবে সরাসরি আপনার iDevice  এ।
এর জন্য আপনার iDevice  অবশ্যই  jailbroken থাকতে হবে,এবং ''appsync for ios 4-6'' installed থাকতে হবে ।  jailbroken  না থাকলে এখান থাকে jailbreak করে নিন।



এখন  যা যা করতে হবেঃ





-আপনার  iDevice টির  cydia app টিতে জান,
-নিচের মেনু থেকে Manage এ  tap করুন,
-Source এ জান,
-এবার Edit এ  tap করে Add এ গিয়ে লিখুন ''http://repocydia.com'' এবং Source টি Add করুন,
-Source Add হয়ে গেলেসার্চ এ গিয়ে  লিখুন ''appsync for ios 4-6'' এবং ইন্সটল করে নিন,
-Restart springboard এ tap করে  Respring  করুন,
-আবার  সার্চ এ গিয়ে লিখুন ''Appcake''  এবং ইন্সটল করুন,একই ভাবে ''vShare'' টিও ইন্সটল করে নিন।
-vShare এবং Appcake  app দুটি আপনার Home Screen এ  দেখতে পাবেন,
-ব্যাস কাজ শেষ ,এবার যে কোন  Paid  Apps ইন্সটল করুন একদম ফ্রী তে।
-ধন্যবাদ।

Learn more »

”iphone – ব্যাবহারকারীদের জন্য সুবর্ন সুযোগ, ঝটপট গ্রহন করে নিন”

প্রিয় বন্ধুরা কেমন আছেন ? আল্লাহর রহমতের মাসে রোজার মধ্যে অবশ্যই সবাই ভালো আছেন । রোজার সময় তাই কথা না বাড়িয়ে আসাযাক কাজের কথায় ।
আমি বিগত ছয়মাস আগে WhatsApp Messenger একবার Download করেছিলাম ফ্রিতে , তার কিছুদিন পর দেখি 0.99$ দিয়ে Download করতে হয় ।তাই আমার অনেক বন্ধুই একটু হতাশ হয়েছিলেন । কারন আমাদের দেশের Maximum মানুষের কছেই Visa/Master Card নাই । গত কাল আমি আবার দেখতে পেলাম iphone এর Apps store এ Top chart থেকে Whatsapp Messenger এখন সম্পুর্ন ফ্রি Download করা যায় ।
:arrow: তো বন্ধুরা দেরি না করে এখনি Download করে নিন ।


Learn more »
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks