Just Click & Earn Money

Showing posts with label Mobile. Show all posts

দুই হাজার টাকায় স্মার্টফোন আনতেছে ফায়ার ফক্স

মাত্র দুই হাজার টাকায় স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে মজিলা। এ জন্য চীনের চিপ নির্মাতা স্পিডট্রামের সঙ্গে জোটও বেঁধেছে তারা। উন্নয়নশীল বিশ্বের মোবাইল বাজার ধরতে এ পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।


স্মার্টফোনটির মূল্য হবে মাত্র ২৫ ডলার, বাংলাদেশি টাকায় যা দুই হাজার টাকারও কম। দামে কম হলেও বিভিন্ন অ্যাপ ব্যবহারের পাশাপাশি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাওয়া যাবে স্মার্টফোনটিতে। তবে কবে নাগাদ স্মার্টফোনটি বাজারে আসবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি মজিলা।

Learn more »

নতুন গ্যালাক্সি স্টার ট্রিওসে, তিন সিমের মোবাইল ফোন- Mobile Of Sim




স্যামসাং গ্যালাক্সি সিরিজে যুক্ত হচ্ছে তিন সিমের হ্যান্ডসেট গ্যালাক্সি স্টার ট্রিওস। সাশ্রয়ী মূল্যের এ হ্যান্ডসেটটি শুরুতে পাওয়া যাবে ব্রাজিলে। মাত্র সপ্তাহ দুয়েক আগে এলজির অপটিমাস 'এলওয়ান টু ট্রাই' বাজারে ছাড়ার পর একই ধরনের ডিভাইস অবমুক্তির ব্যাপারে দক্ষিণ কোরিয়ার এ প্রতিষ্ঠানটির বক্তব্য হচ্ছে, পিছিয়ে না থাকার জন্যই এ উদ্যোগ। হ্যান্ডসেটটির ভারতীয় বাজার মূল্য ১০ হাজার ৩৬০ রুপি। এতে রয়েছে ১.০ গিগাহার্জ স্ন্যাপড্রাগন প্রসেসর, অ্যান্ড্রয়েড ৪.১ জেলিবিন, ২ এমপি ক্যামেরা, এফএম রেডিও, ৪ জিবি ইন্টারনাল মেমোরি এবং ৩২ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানোর জন্য মাইক্রো এসডি কার্ড। সেটটির পর্দা হবে ৩.১৪ ইঞ্চি আর বডির রঙ কালো আর সাদা। অচিরেই অন্যসব দেশের বাজারে এটি পাওয়া যাবে। তবে বিশেষজ্ঞদের ধারণা, মাত্র ১৩০০ এমএএইচ ব্যাটারি সেটটি চলার জন্য যথেষ্ট নয়। ফলে সারা দিনেই চার্জ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এটির। অন্যদিকে একই বৈশিষ্ট্য ও দামের বেশ কয়েকটি সেট রয়েছে এলজির।
Learn more »

আসছে নকিয়ার অ্যান্ড্রয়েড ফোন ‘এক্স’




‘নকিয়া এক্স’ নামে কম দামের একটি অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন আগামী মার্চ মাসেই বাজারে আসতে পারে। নকিয়ার এই স্মার্টফোনটিকে নরম্যান্ডি বলাও হচ্ছে। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
দীর্ঘদিন ধরেই কম  দামের অ্যান্ড্রয়েডনির্ভর নকিয়ার তৈরি স্মার্টফোন বাজারে আসতে পারে বলে প্রযুক্তি-বিশ্বে গুঞ্জন রয়েছে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।  নকিয়ার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি এরমধ্যেই ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার বাজারে বিক্রির জন্য অনুমোদনও পেয়ে গেছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
নকিয়ার তৈরি ‘এক্স’ স্মার্টফোনটির মডেল নম্বর হতে পারে আরএম-৯৮০। এর আগে এই মডেল নম্বরটি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সনদ প্রদানকারী কর্তৃপক্ষের বেঞ্চমার্ক তালিকায় দেখা গেছে।
নকিয়া ইন্ডিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, নকিয়ার এক্স স্মার্টফোনটি আশা সিরিজের মধ্যে পড়তে পারে। নকিয়া এক্স স্মার্টফোনটির সঙ্গে বাজারে মানিপেনি নামে ডুয়াল সিমের একটি উইন্ডোজ ফোনও বাজারে আসতে পারে।
বিভিন্ন স্মার্টফোনের তথ্য ফাঁসকারী হিসেবে পরিচিতি পেয়েছে ইভলিকস নামের একটি টুইটার অ্যাকাউন্ট। ইভলিকসের তথ্য অনুযায়ী, নকিয়ার এক্স স্মার্টফোনটি হবে চার ইঞ্চি মাপের। এতে থাকবে অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমের কাস্টমাইজড সংস্করণ। ডুয়াল কোরের প্রসেসরযুক্ত স্মার্টফোনটির পেছনে থাকবে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধা। এতে অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশনের পাশাপাশি নকিয়ার নিজস্ব অ্যাপসও সমর্থন করবে।
‘এক্স’ নামের স্মার্টফোনটি নিয়ে প্রযুক্তি-বিশ্বে শোরগোল উঠলেও এটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি নকিয়া।
এদিকে বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, মাইক্রোসফটের অধীনে যাওয়ার পর নকিয়ার কাছ থেকে যাঁরা অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন পাবার আশা একেবারেই ছেড়ে দিয়েছিলেন তাঁদের জন্য এ বছরের মার্চেই সুখবর আসতে পারে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ নকিয়ার পণ্য পরিকল্পনার সঙ্গে যুক্ত এমন কয়েকজন কর্মকর্তার বরাতে জানিয়েছে, নিজস্ব অ্যান্ড্রয়েড ফোন তৈরি করছে নকিয়া।
এর আগে নিউইয়র্ক টাইমসের বিটস ব্লগে প্রকাশিত হয় নকিয়ার অ্যান্ড্রয়েড পরিকল্পনার কথা। গত বছরের সেপ্টেম্বর মাসে বিটস  ব্লগ পোস্টে প্রযুক্তি বিশ্লেষক নিক উইংফিল্ড লিখেছিলেন, ২০১২ থেকে ২০১৩ সালের প্রথমদিকে লুমিয়া স্মার্টফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম পরীক্ষা করে দেখছিলেন নকিয়ার কর্মকর্তারা।
নকিয়া অ্যান্ড্রয়েডে গেলে স্মার্টফোনের বাজারে আরও ভালো অবস্থানে যেতে পারতো বলেও মনে করেন অনেক প্রযুক্তি বিশ্লেষক।
Learn more »

Walton Primo ZX – ওয়াল্টন কে সেরা স্মার্টফোন!!!


Walton Primo ZX Specs----
Technology


  • 2G Network~GSM 850 / 900 / 1800 / 1900
  • 3G Network~UMTS 900/2100
  • HSPA+
  • GPS-  with A-GPS support and GLONASS
  • Micro-SIM (Single SIM)

Display

  •  IPS LCD capacitive touchscreen, 16.7M colors
  • Size -5.5 inches, FHD 1920 x 1080 pixels
  • Pixel density ~401 ppi
  • multitouch up to 10 fingers
  • Protection ~Corning Gorilla Glass 3

Built
  • Dimensions~ 150.6 x 75.0 x 9.5 mm
Camera
  • Primary
  • 16 MP
  • Features~LED Flash, Geo tagging, Face and Smile detection, panorama, HDR, BSI Sensors, Blue Glass v3, f/2.2 aperture, CMOS sensors
  • Video~ Yes, 1080p@30fps
  • Secondary~Yes, 8 MP, 1080p
Hardware
  • OS~Android OS, v4.3 (Jelly Bean)
  • Chipset~Qualcomm Snapdragon 800
  • CPU~ Quad Core 2.26 GHz
  • GPU~Adreno 330
  • Sensors~Accelerometer (3D), Orientation, Proximity, Compass, Light sensors
  •  ROM 32GB, RAM 3GB
  • No Extra Storage

Connectivity
  • EDGE~Yes
  • WLAN~~Wi-Fi 802.11 a/b/g/n Wi-Fi Direct, Wi-Fi hotspot
  • Bluetooth~Yes, v4.0
  • USB
  •  Yes, microUSB v2.0, USB On-the-go support
Other features
  •  Wireless Display Sharing
    - Smart Gesture (pictures/call/answer/pause/alarm)
    - Adobe Reader
    - Kingsoft office
    - Touchpal Keyboard
    - Moboplayer, Realplayer
    - Office (word, excel, ppt)
Performance --- ওয়াল্টন প্রিমো  জেড এক্স এ আছে Qualcomm Snapdragon 800 processor যা আপনাকে দিবে অতুলনীয় স্পিড এর স্বাদ। এতে আছে ২.২ ghz processor যা আপনাকে মাল্টিটাস্কিং এর সুবিধা। অতএব  আপনার মাল্টিতাস্কিং এ কোন রকম অসুবিধা হবে না।।


Gaming--- এটার  GPU Adreno 330 আপনারা জানেন যে Adreno হল গেমিং এর Beast!!!তো আপনার গেমিং এ কোন প্রকার সমস্যা হবে না।  সব HD গেমস অনাএশে চলবে।

দাম------ ওয়াল্টন আখন অফিসিয়াল দাম প্রকাশ করেনি। তবে বলা হয়েছে যে দাম ৩৫ হাজার এর নিচে থাকবে।

মন্তব্য-- এতো দাম দিয়ে Non branded or Rebranded সেট না কেনাই ভাল কিন্তু এটি একটি চরম ডিভাইস!! Benchmark এ এটি Samsung Galaxy Note 3  কেও কাটিয়েছে!!!!!!!!  তো আপনি চাইলে সেট টি কিনতে পারেন।।
Learn more »

জনপ্রিয় দশটি স্মার্টফোন: কেনার আগে জেনে নিন!





স্মার্টফোনগুলোকে জনপ্রিয় করার জন্য ব্রিলিয়ান্ট এইচডি স্ক্রিন, প্রসেসিং ক্ষমতা, পারফর্মেন্স ও উদ্ভাবনি বিভিন্ন নতুন ফিচারের সমন্বয় করেছে নির্মাতারা। এনডিটিভির তালিকা অনুযায়ী ২০১৩ সালের সেরা ১০টি স্মার্টফোনের বিস্তারিত-
১. এইচটিসি ওয়ান
২০১৩ সালে এইচটিসির অন্যতম সেরা স্মার্টফোন এইচটিসি ওয়ান। পারফর্মেন্স ও স্টাইলের দিক দিয়েও এটা জনপ্রিয়তা অর্জন করেছে।
ভালো দিক-
ব্রিলিয়ান্ট এইচডি স্ক্রিন, উন্নত গঠনশৈলী, সেরা পারফর্মেন্স, ভালো ব্যাটারি ব্যাকআপ
খারাপ দিক-
পাওয়ার বাটনের অবস্থান, ছবিতে গ্রেইন থাকে এবং মাঝে মাঝে অস্পষ্ট হয়।
বাংলাদেশে মূল্য প্রায় ৫৫,০০০ টাকা।
২. গ্যালাক্সি এসফোর
বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতা স্যামসাংয়ের সর্বাধুনিক স্মার্টফোন গ্যালাক্সি এসফোর।
ভালো দিক-
ব্রিলিয়ান্ট এইচডি স্ক্রিন, ভালো পারফরমেন্স, ভালো ব্যাটারি ব্যাকআপ, ভালো ক্যামেরা (অল্প আলো বাদে)
খারাপ দিক-
আগের মডেলের অনুরুপ ডিজাইন, অল্প আলোতে ভালো ছবি উঠে না, এফএম রেডিও নেই, স্যামস্যাংয়ের অ্যাপ দিয়ে মেমোরির অধিকাংশ দখল হওয়া।
বাংলাদেশে মূল্য প্রায় ৬৩,৫০০ টাকা।
৩. অ্যাপল আইফোন ফাইভএস
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ৬৪ বিট প্রসেসরের সমন্বয়ে অ্যাপলের আইফোন ফাইভএস এ বছরের অন্যতম সেরা স্মার্টফোন। অ্যাপল ভক্তরাও স্মার্টফোনটি পেয়ে যথেষ্ট খুশি।
স্মার্টফোনটির বিস্তারিত-
ডিসপ্লে: ৪ ইঞ্চি, প্রসেসর ১.৩ গিগাহার্জ, সামনের ক্যামেরা ১.২ মেগাপিক্সেল, স্ক্রিন রেজুলিশন- ৬৪০ বাই ১১৩৬ পিক্সেল, র‌্যাম ১ জিবি, ওএস- আইওএস ৭, স্টোরেজ -১৬ জিবি, পেছনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল, ব্যাটারি ১৫৭০ এমএএইচ।
বাংলাদেশে মূল্য প্রায় ৭০,০০০ টাকা।
৪. গ্যালাক্সি নোট থ্রি
স্যামসাংয়ের আরেকটি সেরা স্মার্টফোন গ্যালাক্সি নোট থ্রি।
ভালো দিক
ব্রিলিয়ান্ট এইচডি স্ক্রিন, ভালো পারফরমেন্স, সর্বশেষ অপারেটিং সিস্টেম, একহাতে সহজে ব্যবহারের সুবিধা
খারাপ দিক
এফএম রেডিও নেই, ফোরকে ভিডিও রেকর্ডিং নেই, মূল্য বেশি, কম আলোতে নিম্নমানের ছবি।
বাংলাদেশে মূল্য প্রায় ৫১,০০০ টাকা।
৫. নোকিয়া লুমিয়া ১৫২০
নোকিয়ার প্রথম ফ্যাবলেট (স্মার্টফোন ও ট্যাবলেটের সমন্বয়) লুমিয়া ১৫২০ মডেলের সর্বাধুনিক পণ্যটি। এতে ছয় ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর ও উইন্ডোজ ফোন এইট অপারেটিং সিস্টেম আছে।
ফিচার:
প্রসেসর- ২.২ গিগাহার্জ, সামনের ক্যামেরা- ১.২ মেগাপিক্সেল, স্ক্রিন রেজুলিশন- ১০৮০ বাই ১৯২০ পিক্সেল, র‌্যাম- ২জিবি, স্টোরেজ- ৩২ জিবি, পেছনের ক্যামেরা- ২০ মেগাপিক্সেল, ব্যাটারি- ৩৪০০ এমএএইচ।
বাংলাদেশে মূল্য প্রায় ৫৪,০০০ টাকা।
৬. মটরোলা মটো এক্স
বিশ্বের প্রথম কাস্টমাইজেবল স্মার্টফোন হিসেবে পরিচিত এ স্মার্টফোনটিতে বেশকিছু উদ্ভাবনী উপাদান যোগ করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনটির মূল্যও তুলনামূলকভাবে কম।
ফিচার
প্রসেসর- ১.৭ গিগাহার্জ, ডিসপ্লে ৪.৭ ইঞ্চি, সামনের ক্যামেরা- ২ মেগাপিক্সেল, স্ক্রিন রেজুলিশন- ৭২০ বাই ১২৮০ পিক্সেল, র‌্যাম- ২জিবি, অপারেটিং সিস্টেম- অ্যান্ড্রয়েড ৪.২, স্টোরেজ-১৬জিবি, পেছনের ক্যামেরা- ১০ মেগাপিক্সেল, ব্যাটারি- ২২০০এমএএইচ।
বাংলাদেশে মূল্য প্রায় ৪০,০০০ টাকা।
৭. এলজি জিটু
এলজির সর্বাধুনিক স্মার্টফোন এলজি জিটু বেশকিছু ফিচারের জন্য ব্যবহারকারীদের দৃষ্টি কেড়েছে। এর মধ্যে রয়েছে এর উদ্ভাবনী পেছনের বাটন। এতে স্মার্টফোনটি একহাতে চালাতে ব্যাপক সুবিধা হয়।
ভালো দিক-
ব্রিলিয়ান্ট ডিসপ্লে, ভালো পারফর্মেন্স, ভালো ব্যাটারি ব্যাকআপ।
খারাপ দিক-
বেমানান বাটন, প্লাস্টিকে নির্মিত পেছনভাগ।
বাংলাদেশে মূল্য প্রায় ৪৯,০০০ টাকা।
৮. সনি এক্সপেরিয়া জেড আল্ট্রা
৬.৪ ইঞ্চির বড় আকারের স্ক্রিনযুক্ত বেশ পাতলা ফ্যাবলেট সনি এক্সপেরিয়া জেড আল্ট্রা।
ভালো দিক-
দারুণ পারফর্মেন্স, ভালো ডিসপ্লে।
খারাপ দিক-
ব্যাটারি লাইফ কম, ছবির বিস্তারিত কম, ক্যামেরার জন্য ফ্ল্যাশ নেই, বৃহদাকার।
বাংলাদেশে মূল্য প্রায় ৬৪,০০০ টাকা।
৯. ব্ল্যাকবেরি কিউটেন
কানাডিয়ান বনেদি স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরি তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম সংযোজন করে বানিয়েছে ব্ল্যাকবেরি কিউটেন। বহু আগে থেকেই প্রতিষ্ঠানটি স্মার্টফোন নির্মাতা হিসেবে পরিচিত।
ভালো দিক-
কার্যকর কি বোর্ড, ভালো পারর্ফমেন্স, ভালো ব্যাটারি ব্যাকআপ, মানসম্মত ক্যামেরা।
খারাপ দিক-
ব্যয়বহুল, তৃতীয় পক্ষের অ্যাপের ঘাটতি, স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও ১:১, এফএম রেডিওর অভাব।
বাংলাদেশে মূল্য প্রায় ৫৯,০০০ টাকা।
১০. এলজি জি ফ্লেক্স
এলজির বাঁকানো ডিসপ্লের স্মার্টফোন জি ফ্লেক্স বিশ্বব্যাপী ব্যবহারকারীদের দৃষ্টি কেড়েছে। দারুণ পারফর্মেন্স ও উদ্ভাবনের সমন্বয় রয়েছে এতে।
ফিচার-
ডিসপ্লে- ৬ ইঞ্চি, প্রসেসর- ২.২ গিগাহার্জ, সামনের ক্যামেরা- ২.১ মেগাপিক্সেল, স্ক্রিন রেজুলিশন- ৭২০ বাই ১২৮০ পিক্সেল, র‌্যাম- ২ জিবি, অপারেটিং সিস্টেম- অ্যান্ড্রয়েড ৪.২, স্টোরেজ- ৩২ জিবি, পেছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ব্যাটারি, ৩৫০০এমএএইচ।
Learn more »

Walpad 8B- Walton এর আরও একটি নতুন মোবাইল এবার ১ জিবি রেম নিয়ে !

Walton কয়েক দিনের মধ্যে অনেক গুলো নতুন নতুন মোবাইল এনেছে বাজারে । আজকে walton এবার আরও একটি নতুন ফোন ঘোষণা করেছে । Walton অনেক ক্রেতা হারিয়েছিল রেম কম থাকার কারণে । walton এর অনেক গুলো ফোন এ সব কিছু ঠিক ছিল কিন্তু রেম টা কম থাকত । অনেক মানুষ এই ব্যাপারে অভিযোগ জানালে walton এই ব্যাপারে বিবেচনা করে নতুন মোবাইল টি তে ১ জিবি রেম দিয়েছে । আশা করা যাচ্ছে এই মোবাইল টি বাজারে বাজীমাত করবে ।
অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলি বিন ।
১.২ quad কোর প্রসেসর ।
রেম ঃ ১ জিবি
রোম অথবা ইন্টারনাল মেমোরি ঃ ৮ জিবি
external মেমোরি ঃ Up to 32 GB
৩জি ; ইয়েস । এটি তে ৩ জি ইন্টারনেট স্পীড সাপোর্ট করবে ।
৪ জি ঃ নো । হুম এটিতে ৪ জি সাপোর্ট করবে না । অবশ্যই এটা আমাদের দরকার ও হবে না এত তাড়াতাড়ি ।
Primaryঃ ৫ মেগা পিক্সেল .
Secondaryঃ ১.৩ মেগা পিক্সেল
এটি ফেব্রুয়ারি তে মার্কেট গুলো তে আসবে বলে ধারনা করা হচ্ছে । আমার মনে হয় এটির সব চেয়ে বড় ফিচার হল ১ জিবি রেম ।
এটির সঙ্গে নিচের অ্যাপ গুলো থাকবে ঃ
Facebook
Android Market(Play Store)
Office suite ইত্যাদি ।

Learn more »

নকিয়া জাভা মোবাইলে ফাইল হাইড করুন কোনো সফটওয়্যার ছাড়াই!!

সফটওয়্যার ছাড়াই নকিয়া জাভা মোবাইল ফোনের ফাইল লুকিয়ে রাখা সম্ভব।
ছট্ট টিউন তবে কাজে লাগবে আশা করি।
চলুন শুরু করি,
আপনার নকিয়া জাভা ফোনে একটি ফোল্ডার তৈরি করুন এবং তার নামের শেষে .jad লিখুন। আগে বানানো হলেও অসুবিধা নাই।
ধরুন আপনি music.jad ফোল্ডার বানালেন এবার আপনি যে ফাইল গুলো লুকিয়ে রাখতে চান সেগুলো ঐ ফোল্ডারে মুভ করুন।
এখন একই নামে আর একটি ফোল্ডার তৈরি করে তার নামের শেষে .jar লাগিয়ে দিন। এখানে আমরা music.jad ফোল্ডার তৈরি করেছিলাম তাই নতুন ফোল্ডারের নাম হবে music.jar এবার লক্ষ্য করুন আপনার আগের ফোল্ডার টি মানে music.jad হাইড হয়ে গেছে।
এখন ফোল্ডার টি আন হাইড করবেন কিভাবে তাই ভাবছেন। খুব সহজ music.jar ফোল্ডারটি ডিলিট করুন।
নকিয়া ২৭৩০c তে পরিক্ষিত।
Learn more »

Walton Primo ZX 3 GB রেম, 16 MP ক্যামেরা 2.26 GHz Quad-Core প্রসেসর!

ওয়াল্টন কোম্পানি আরও একটি ফোন তাদের অ্যান্ড্রয়েড এর সিমানা তে যোগ করল । এটির বিশেষ কয়েক টি ফিচার আছে যেগুলো মানুষ কে ফোন টি কিনার জন্য আগ্রহী করে তুলবে । ওয়াল্টন আসলেই দিন দিন অনেক এগিয়ে যাচ্ছে । অনেকে এই মোবাইল টি দেখে মজা করে বলছে যে , ওয়াল্টন বাজারে এবার পারমাণবিক বোমা আনছে , যারা এ কয়েক দিনের মধ্যে ওয়াল্টন এর শো রুম এ গেচেন তারা হয়ত আঁচ করে ফেলছেন । হাহাহা  বলবেই ত কারন এটি তে যে ফিচার গুলো যোগ করা হয়েছে এগুলো দেখলে মানুষ ত এমনিতেই পাগল হয়ে যাবে (মজা করলাম রাগ কইরেন না)  । এটির বিশেষ কয়েক টি ফিচার আছে যা হয়ত আগের ওয়াল্টন এর কোন মোবাইল এ ছিল না । যথা ঃ ৩ জিবি রেম , ১৬ মেগা ফিক্সেল ক্যামেরা এবং ২.২৬ GHz Quad কোর প্রসেসর । চলুন এই ফোন টির আরেও ফিচার গুলো দেখে নেই ।








অপারেটিং সিস্টেম ঃ অ্যান্ড্রয়েড ৪.৩ । এই ইনফর্মেশন টা ভুল হতে পারে কারণ ওয়াল্টন officially কিছু জানাই নাই । হয়ত এই ফোন টি কিট কাট ৪.৪ অপারেটিং সিস্টেম নিয়ে আসতে পারে ।
রেম ঃ ৩ জিবি , এই টাই মনে হয় সব চেয়ে বড় ফিচার ।
রোম (ইন্টারনাল মেমোরি) ঃ ৩২ জিবি ।
মেইন ক্যামেরা ঃ ১৬ মেগা পিক্সেল
ফ্রন্ট ক্যামেরা ঃ ৮ মেগা পিক্সেল
৩ জি : ইয়েস ।
৪ জিঃ ইয়েস ।
ব্যাটারি ঃ 2500 mAh Li-ion Polymer Battery
ফ্ল্যাশ লাইট ; ইয়েস
প্রসেসর ঃ 2.26 GHz Quad-Core
ডিসপ্লে ঃ ৫.৫ ইঞ্চি
এই ফোন এর কিছু ফিচার ভুল ও হতে পারে কারণ ওয়াল্টন এখনো officially ফিচার ঘোষণা করে নি ।
Learn more »

নিয়ে নিন প্রাথমিক চিকিৎসার একটি Android অ্যাপ!!!!!!!


আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাথমিক চিকিৎসা দেয়ার
একটি মেডিকেল অ্যাপ। া অ্যাপ টি জনপ্রিয় os Android এর জন্য প্রযোজ্য। আমরা অনেকেই
প্রাথমিক চিকিৎসা জানি না। এর ফলে অনেক সময় নানা রকম বিপদ ঘটতে পারে। এমনকি প্রাণহানিও
ঘটতে পারে। কিন্তু এই অ্যাপ টা আপনার সঙ্গে থাকলে চিন্তার কিছু নেই। আপনি এই অ্যাপ টি থেকে
নানা সমস্যার প্রাথমিক চিকিৎসা শিখতে পারবেন। এটি একটি বাস্তব স্মার্ট অ্যাপ।

First aid
first aid
Click here

Download:  http://www63.zippyshare.com/v/22706871/file.html

Learn more »

Memory Card এ Softwere ছাড়াই File/Folder Hide করুন

File Hide




(1)প্রথমে আপনি  আপনার memory card এ প্রবেশ করুন তার পর option এ যান এবার add folder এ যান folder টির নাম দিবেন SOFT.jad এটা।এবার যে folder গুলো hide করবেন সেগুলো আপনার এই নব তৈরি করা folder টির  ভেতর move করুন।এবার আরেকটা folder তৈরি করুন যার নাম দিবেন SOFT.jar এটা।এবার দেখুন আপনার আগের তৈরি করা folder টি আর দেখা যাচ্ছে না অর্থাৎ আগের টা hide হয়ে গেছে।এখন আপনি যদি আবার সেই folder টি দেখতে চান তাহলে SOFT.jar এই folder টির নাম change করে অন্য যেকোনো নাম দিয়ে দিন তাহলেই আগের folder টি আবার দেখা যাবে।


(2)Folder টা তো hide করে দিলেন কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন আপনি যে Folder টা Hide করে দিলেন তার ভেতর এর Image/audio/video টা আপনার phone এর Music player এবং Image viewer এ show করছে।এজন্য হয়তো মনে মনে আমার উপর আপনার খুব রাগ হতে পারে।তাই এই দ্বিতীয় post টা।এ Problem solve করতে হলে আপনাকে আর একটু কষ্ট করতে হবে সেটা হল__আবার প্রথম post এর মতো আপনাকে আর এক টা Foloder তৈরি করতে হবে যার নাম দিবেন @[0.1tones].jad এবার এটার ভেতর আপনার গোপন Audio/video গুলো move করুন।এবার আর একটা folder add করুন যার নাম দিবেন @[0.1tones].jar এবার দেখুন আপনার media player এ আপনার hide করা audio বা video টা আর দেখা যাবে না।ও আর একটা কথা বলতে মনে নেই সেটা হোল আপনি যদি কোন photo hide করতে চান তাহলে folder টার নাম দিবেন @[0.1photo].jad এবং পরে @[0.1photo].jar ব্যাস এবার দেখুন magic!!!


(৩) ৩ number টা দেখে হয়তো একটু রাগ যে আবার কি করতে বলব?হাঁ কিছু একটা করতে বলব সেটা হোল আপনি আপনার phone থেকে তো আপনার গোপন Audio/video/photo টা hide করে দিলেন।কিন্তু আপনি memory তে কিছু load দেওয়ার জন্য তা computer এ ঢুকান তখন তো এটা আর গোপন থাকে না।কারন computer এ সব দেখা যাই।এক্ষেত্রে আপনি একটা tricks use করতে পারেন সেটা হল।আপনার phone থেকে memory card এ যান যে file টিতে গোপন তথ্য আছে সেটা select করুন তারপর option এ যান এবং rename এ যান তারপর উক্ত file টির শেষে একটা( . ) শুধু ডট বসিয়ে দিন।আপনার কাজ শেষ এখন computer থেকে সেই file open তো হবেই না এবং সেটা delete ও করা যাবে না।it’s 100% working বিশ্বাস না হলে কাছে phone & computer থাকলে এখনি পরীক্ষা করে দেখতে পারেন।


বিঃদ্রঃএই tips টা আমি Nokia phone এ করেছি ১০০% কাজ করেছে।অন্য কোন phone এ হবে কি না আমি জানি না।অন্য phone এ না হলে আমাকে দোষ দিবেন না।তবে সব nokia phone এ ১০০% কাজ করবে এটা sure!!
Learn more »

বাংলাদেশ থেকে মৃত্যুর পথে নকিয়া !

নোকিয়া



বাংলাদেশের মোবাইল হ্যান্ডসেট কোম্পানিগুলোর কাছে দিন দিন হেরে যাচ্ছে ফিংল্যান্ড ভিত্তিক মোবাইল হ্যান্ডসেট নকিয়া। এক সময় বাংলাদেশে শীর্ষ স্থানে রাজত্ব করলেও এখন নকল সেট, গ্রাহক সেবা কেন্দ্রের অভাব, স্থানীয় হ্যান্ডসেটের সাথে তীব্র প্রতিযোগিতা, সামঞ্জস্যহীন মূল্য ইত্যাদির কারণে মৃত্যুর পথযাত্রী নকিয়া হ্যান্ডসেট।
এদিকে সর্বশেষ ভারতভিত্তিক দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ বাজার গবেষণা প্রতিষ্ঠান সাইবার মিডিয়া রিসার্চের (সিএমআর) সাম্প্রতিক এক প্রতিবেদনেও বাংলাদেশে নকিয়ার শোচনীয় অবস্থার কথা উঠে এসেছে।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ১৯৯৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত হ্যাণ্ডসেট বাজারে একটানা আধিপত্য বিস্তার করে ফিনল্যাণ্ড ভিত্তিক এ মোবাইল কোম্পানি। এরপর বাংলাদেশসহ পৃথিবীর অধিকাংশ দেশে ক্রমশ মৃত্যুর পথে ধাবিত হচ্ছে প্রতিষ্ঠানটি।
ইতোমধ্যে গত ৩ সেপ্টেম্বর বিশ্বের খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সঙ্গে নকিয়ার মোবাইল ফোন বিভাগ ৭২০ কোটি ডলারে ক্রয়ের বিষয়ে একটি চুক্তি হয়। ২০১৪ সালের প্রথমার্ধে এ কার্যক্রম সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। মাইক্রোসফট নকিয়া কিনে নিলেও নানান কারণে প্রতিষ্ঠানটিকে আর টিকিয়ে রাখা সম্ভব হবে না বলে বিশ্লেষকরা মনে করছেন।
এদিকে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্ববাজারে এ কোম্পানির হ্যাণ্ডসেট বিক্রি কমেছে ব্যাপকভাবে। এ প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় নকিয়ার বিক্রি কমেছে ৩৩ শতাংশ। সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি নিজেই। এর ফলে প্রতিযোগী স্যামস্যাং ও অ্যাপলের কাছে টিকে থাকা দিনদিন অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে একসময় হ্যাণ্ডসেট বাজারে একাধিপত্য বিস্তারকারী এ প্রতিষ্ঠানটিকে।
প্রযুক্তি বিশ্ব এগিয়ে গেছে আর পিছিয়ে পড়েছে নকিয়া। স্মার্টফোনের বাজারে সবচেয়ে বড় ব্যর্থতার পরিচয় দিয়েছে নকিয়া করপোরেশন। স্মার্টফোন বিপ্লবের এই যুগে পেরে ওঠেনি নকিয়া। সময়মতো সঠিক সিদ্ধান্তের অভাবে বিশ্বব্যাপী বাজার হারিয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন।
আর বাংলাদেশে সার্ভিসিংয়ের নিম্নমান, দীর্ঘসূত্রীতা বাংলাদেশের বাজার হারানোকে ত্বরান্বিত করেছে। কয়েক বছর বাংলাদেশে একচেটিয়া ব্যবসা করা নকিয়া মোবাইল ফোনসেট এখন আর চলে না। নানা প্রচারণা চালিয়েও ব্যর্থ হচ্ছে প্রতিষ্ঠানটি। ফিনল্যান্ডের নকিয়া করপোরেশন বাংলাদেশে দীর্ঘ সময় জমজমাট ব্যবসা করলেও এখন গ্রাহকদের প্রত্যাশিত সাড়া পাওয়া যাচ্ছে না। নকিয়ার বাজার দখল করেছে নতুন নতুন ব্রান্ড।
এখন বিশ্বব্যাপী স্মার্টফোনের জনপ্রিয়তা তুঙ্গে। সাধারণ বা বেসিক সেট ধীরে ধীরে বিলুপ্ত হয়ে জাদুঘরে চলে যাচ্ছে। কারণ স্মার্টফোনগুলোর আকর্ষণীয় সব ফিচার, ইন্টারনেট সুবিধা, ভালো মানের ছবি স্মার্টফোনকে জনপ্রিয় করেছে।
একজন মোবাইল ফোন ব্যবহারকারী কোনো সেটের রিপ্লেস করতে স্মার্টফোনের কথাই ভাবেন সবার আগে। আর সেই স্মার্টফোনের বাজারে নকিয়ার কোনো ভালো অবস্থান নেই। নকিয়া ব্যবসা করেছে মূলত বেসিক সেট ও মাল্টিমিডিয়া সেট নিয়ে।
বাংলাদেশে নকিয়া সেট কেনার পর সার্ভিসিংয়ের সমস্যা পোহাতে হয় গ্রাহকদের। একসময় নামমাত্র কিছু সার্ভিস সেন্টার থাকলেও সেখানে গ্রাহকরা সন্তোষজনক সেবা পায়নি। প্রায় সবার অভিযোগ নকিয়া সার্ভিসিং সেন্টারে গেলে একমাসের আগে সেট হাতে পাওয়া যায় না। বাংলাদেশে নকিয়া যখন খুব বেশি জনপ্রিয় ছিলো সেসব সেট ছিলো ফিনল্যান্ড ও হাঙ্গেরিতে তৈরি।
পরে মেড বাই নকিয়া লিখে চায়না সেট বাজারজাত করা শুরু করে নকিয়া। নকিয়ার চীনের ফ্যাক্টরিতে তৈরি মোবাইলগুলোতে মেইড ইন চায়না লেখা থাকে। চায়না সেট নিম্নমানের হয় এ ধারণা বাংলাদেশে বদ্ধমূল। ফলে গ্রাহকরা নকিয়ার মান নিয়ে আস্থা হারায়।
সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির এক জরিপে জানানো হয়, প্রস্তুতকারক দেশ ফিনল্যান্ডের বাজারেও সেলফোন বিক্রিতে পিছিয়ে পড়েছে নকিয়া। অপারেটিং সিস্টেম হিসেবে সিমবিয়ান চালু করে আবার সে অবস্থান থেকে সরে আসে নকিয়া। সিম্বিয়ান, লিনাক্স বেসড মায়েমো, উইন্ডোজ কোনো সিস্টেমই অ্যান্ড্রয়েডের সঙ্গে পেরে ওঠেনি।
নকিয়া যুগের ইতি অবশেষে সব জল্পনা-কল্পনা আর গুজবের ইতি টেনে নকিয়া যুগের অবসান হলো। ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে নকিয়ার সব চেষ্টাই ব্যর্থ হয়ে গেল। চুক্তি অনুসারে নকিয়ার মোবাইল ইউনিট এখন থেকে মাইক্রোসফট বাজারে আনবে। এক যুগেরও বেশি সময় দাপুটে আর শীর্ষ স্থানে থাকা নকিয়াকে এভাবে ব্যবসা গুটিয়ে নিতে হবে তা কল্পনাও করেনি বাজার বিশেষজ্ঞরা।
এদিকে সর্বশেষ ভারতভিত্তিক দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ বাজার গবেষণা প্রতিষ্ঠান সাইবার 

মিডিয়া রিসার্চের (সিএমআর) সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ এপ্রিল-জুন মাসে স্মার্টফোনের আমদানি বেড়েছে ১৯৭ শতাংশ। জরিপে দেশে স্মার্টফোনের বাজারের শীর্ষস্থানটি আগেই দখলে নিয়েছে দেশীয় ব্র্যান্ড সিম্ফনি।
দ্বিতীয় প্রান্তিকে এটি আরো সুদৃঢ় করেছে ব্র্যান্ডটি। আগের প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে ১৪.৪ শতাংশ বেড়ে স্মার্টফোনের বাজারে সিম্ফনির অংশ দাঁড়িয়েছে ৫৪.৬ শতাংশ। এদিকে দ্বিতীয় স্থানে থাকা আন্তর্জাতিক ব্র্যান্ড স্যামসাং নেমে গেছে তৃতীয় স্থানে। দেশীয় আরেক ব্র্যান্ড ওয়ালটনের কাছে অবস্থান হারিয়েছে স্যামসাং।
বাংলাদেশের এই স্মার্টফোন যুদ্ধেও ভালো আবস্থানে নেই নকিয়া। তালিকায় অনেক পেছনে রয়েছে প্রতিষ্ঠানটির না। বাজার বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশে নকিয়ার সব ধরণের মোবাইল হ্যান্ডসেটে চাহিদা কমে যাওয়া অব্যাহত থাকলে এক সময় দেশে নকিয়ার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
- See more at: http://www.ajkerbangladesh24.com/news/technology/85664.aspx#sthash.0X3so8Dw.dpuf
Learn more »

নকিয়ার সব গোপনীয় কোড




*#06# for checking the IMEI (International Mobile Equipment Identity).
*#7780# reset to factory settings.
*#67705646# This will clear the LCD display (operator logo).
*#0000# To view software version.
*#2820# Bluetooth device address.
*#746025625# Sim clock allowed status.
*#62209526# – Display the MAC address of the WLAN adapter. This is available only in the newer devices that support WLAN
#pw+1234567890+1# Shows if sim have restrictions.
*#92702689#
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation. Increase signal strength, better signal reception. It also help if u want to use GPRS and the service is not responding or too slow. Phone battery will drain faster though.
*#3370* – (EFR) deactivation. Phone will automatically restart. Increase battery life by 30% because phone receives less signal from network.
*#4720# - Half Rate Codec activation.
*#4720* - Half Rate Codec deactivation. The phone will automatically restart
*#7328748263373738# resets security code.
Learn more »
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks