Just Click & Earn Money

Showing posts with label Freelancing. Show all posts

ফ্রিল্যান্সার করতে গিয়ে গুরুত্বপূর্ন যে বিষয় অবশ্যই খেয়াল রাখবেন!


ফ্রিল্যান্সার করতে গিয়ে ইন্টারভিউয়ে যে ৮ বিষয় অবশ্যই খেয়াল রাখবেন!
ইল্যান্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান এব্ং ইকরাম ভাইয়ের সেমিনার এবং তাহের চৌধুরী (সুমন) ভাইয়ের লেখা থেকে নেয়া। সবারই একই কথা । তাই আপনাদের সজাগ করিয়ে দিতে আমি লিখলাম।
ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে বায়ারের সাথে ইন্টারভিউ খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারভিউয়ে সন্তুষ্ঠ হওয়ার পরই বায়ার কাজ দিয়ে থাকেন। বায়ারের সামনে নিজেকে তাই এমনভাবে উপস্থাপন করতে হবে যেন মনে হয় আপনাকে হায়ার করাই হবে তাঁর উত্তম সিদ্ধান্ত!
অনেকে প্রায়ই প্রশ্ন করেন, ইন্টারভিউয়ের সময় কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এটি আসলে এক কথায় বলে দেয়া সম্ভব নয়। ভাল ইন্টারভিউয়ের জন্য বেশ কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরী। বিষয়গুলো নিয়ে এ পোস্টটির মাধ্যমে আলোচনা করার চেষ্টা করা হয়েছে।
হাসিখুশি থাকার চেষ্টা করুন:
ইন্টারভিউয়ের সময় হাসিখুশি থাকার চেষ্টা করুন। স্কাইপ কিংবা ইমেইল, যেভাবেই যোগাযোগ হোক না কেন, বায়ার যেন বুঝতে পারে আপনি খুবই বন্ধুভাবাপন্ন ও তাঁর সাথে কথা বলে আনন্দ পাচ্ছেন। লেখা/বলার মাধ্যমেই বোঝাতে হবে আপনি কাজের ক্ষেত্রে কতোটা আগ্রহী।
মনোযোগ দিয়ে শুনুন:
বায়ায়ের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। তিনি কি চাচ্ছেন, কি কাজ করাবেন, আপনাকে নির্বাচন করলে তাঁর প্রত্যাশাগুলো বুঝতে হবে। বায়ার যা বলবে সেগুলো নোট করে রাখুন। মনে রাখতে হবে, কাজটি সম্পর্কে যত আগ্রহ দেখাবেন বায়ার ততটাই সন্তুষ্ঠ হবেন।
প্রজেক্ট সম্পর্কে প্রশ্ন করুন:
যে কাজটি করতে যাচ্ছেন তা সম্পর্কে ভাল ধারণা না থাকলে কাজটি করা সহজ হবে না। প্রজেক্টটিতে সর্বোচ্চ আউটপুট দিতে বায়ারের কাছ থেকে প্রয়োজনীয় বিষয়গুলো জেনে নিন। যতক্ষণ ভালভাবে পুরো প্রজেক্ট সম্পর্কে না জানছেন ততক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা করতে পারেন। অনেকে মনে করতে পারেন বায়ার এতে রেগে যেতে পারেন। কিন্তু এটি একেবারেই ভুল ধারণা। আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি, বায়ার এতে বিরক্ত না হয়ে বরং আপনার আগ্রহ দেখে খুশি হবে।
অভিজ্ঞতাকে তুলে ধরুন:
ফ্রিল্যান্সিং করতে হলে ভাল পোর্টফোলিও থাকা জরুরী। ইন্টারভিউতে অংশ নেয়ার আগে সংশ্লিষ্ঠ কাজের পোর্টফোলিওগুলো রেডি রাখতে হবে। যাতে বায়ার আগের কাজগুলো দেখতে চাইলে সেটি সহজেই প্রদর্শণ করা যায়। কিভাবে আগের কাজটি করেছেন এবং নতুন বায়ারের কাজটি কিভাবে সম্পন্ন করতে পারবেন সেটি দেখাতে পারলে কাজ পাওয়া আর কেউ ঠেকাতে পারবে না বস!
পরিকল্পনা শেয়ার করুন:
পরিকল্পনা শেয়ার করে বায়ারকে বেশি সন্তুষ্ট করা যায়। ক্লায়েন্টের কাজটি কিভাবে সম্পন্ন করবেন সে পরিকল্পনা শেয়ার করবেন। ভালহয় পুরো প্রজেক্টটি আপনি কিভাবে করবেন, কোনটির পর কোনটি ধরবেন এইটার বিস্তুারিত প্রজেক্ট ফ্লো তুলে ধরতে পারলে।
পেমেন্ট ও ডেডলাইন সম্পর্কে বিস্তারিত জানান:
ফ্রিল্যান্সার হিসেবে আপনার সময়ের মূল্য অবশ্যই আছে। আপনি কাজটি পাচ্ছেন কিনা সেটি জানার জন্য অবশ্যই আপনি ৩ ঘন্টার ইন্টারভিউ দিবেন না! তাই আপনাকে অবশ্যই আগে থেকে আপনার পেমেন্ট, সম্ভাব্য ডেডলাইনসহ সংশ্লিষ্ঠ বিষয়গুলো জানিয়ে দিতে হবে। তাঁর সাথে আলোচনার মাধ্যমে নেগোসিয়েশন করতে পারেন।
যোগাযোগের সময় জানিয়ে দিন:
কাজের প্রয়োজনে বায়ারকে আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে। আগে থেকেই যোগাযোগের ইমেইল, স্কাইপ আইডি এবং প্রয়োজনে ফোন নম্বরটি শেয়ার করতে হবে। কখন অনলাইনে থাকবেন, কখন যোগাযোগ করবেন সেটি পরিস্কারভাবে জানিয়ে দিতে হবে। আপনাকে তিনি হায়ার করবেন কিনা সেটা নিশ্চিত নয়, তবে প্রয়োজনে যেন যোগাযোগ করতে পারে সে সুযোগটি তৈরি করে দিতে হবে।
প্রজেক্ট পাওয়া নিশ্চিত হোক কিংবা না হোক, অবশ্যই বোঝাতে হবে আপনি কাজটি করতে আগ্রহী, জানাতে হবে আপনার দক্ষতা ও একাগ্রতার কথাও। নিজেকে প্রমাণ করতে হবে সব ভাল আউটপুট প্রদানকারী ফ্রিল্যান্সার হিসাবে।
না বলতে শিখুন!
হুমায়ুন আহমেদের রাবেয়া-র কথা মনে আছে আপনাদের? ঐ যে প্রতি বছরই প্রেগন্যান্ট হয়ে যেত যে মেয়েটা! তাঁকে যখন জিজ্ঞাসা করা হত ‘কি ব্যাপার? তুমি আবার প্রেগন্যান্ট হলে কি করে?’ ‘আমি কাউকে না করতে পারি না!’
ফ্রিল্যান্সার বন্ধুরা, এই না করতে পারার পরিণাম?
প্রফেশনাল কাজের ক্ষেত্রে আপনাকেও না বলতে শিখতে হবে। ক্লায়েন্ট আপনাকে আপনি যে বিষয়ে অভিজ্ঞ না সে বিষয়ে কাজ করতে বললে, কম মূল্যে কাজ করতে বললে কিংবা বিনামূল্যে স্যাম্পল করে দিতে বললে না বলতে হবে। এতে কাজ পাওয়ার সম্ভাবনা কমবে না, বরং বাড়বেই!
Learn more »

অবশ্যই আয় হবে AmaderAd.Com থেকে, বিদায় গুগল অ্যাডসেন্স…!!! Best Adsense Alternative in Bangladesh



গুগল অ্যাডসেন্স সম্পর্কে কম বেশি অনেকেরই ধারনা থাকলেও আমার মতো অনেকেই টাকা খেতে পারেন নাই(আমি চেক হাতে পাওয়ার পরেই আমার একাউন্ট টি ব্লক হয়ে যায়). আবার অনেকে আবেদন করেও একাউন্ট ভেরিফাই করতে পারেননি। অনেকে ১০০ ডলার পুরন না করতে পাড়ায় চেক পাচ্ছেন না। অনেকে বাংলা ওয়েবসাইট বা ব্লগ এর কারনে আবেদন করতে পারছেন না। আবার মানসম্পন্য ব্লগ বা ওয়েবসাইট হলেও বাংলাদেশি বলে অবমূল্যায়ন করা হচ্ছে। এ সবকিছুর সমাধান নিয়ে এসেছে Amader AD...


 সাইটটিতে রেজিষ্ট্রেশন করতে Click Here...



বাংলাদেশি এই অনলাইন অ্যাডমিডিয়া থেকে যে সমস্ত সুবিধা পাওয়া যাবে সেগুলো হলোঃ
১.  বাংলা অথবা ইংলিশ সাপোর্টেড ওয়েবপেজ বা ব্লগ।
২. রেভেনিউ শেয়ার ৭০% পর্যন্ত।
৩. পরবর্তী মাসের ৭ দিনের মধ্যে পেমেন্ট পাওয়ার সুবিধা।
৪. রয়েছে রেফারেল এর সুবাধা।
৫. ব্যাঙ্ক বা বিকাশ এর মাধ্যমে পেমেন্ট পাওয়ার সুবিধা।
৬. সর্বনিন্ম ১০০০টাকা পেমেন্ট সুবিধা।
৭. স্পেশাল SEO আর ট্রাফিক গাইড লাইন।
৮. যারা বেশি ইনকাম করতে চায় তাদের জন্যও রয়েছে ফ্রী গাইডলাইন।

THANKS



Learn more »

আপনি কিভাবে একজন সাক্সেসফুল ব্লগার হবেন?


বর্তমান সময়ে ব্লগিং বা ব্লগার এর কথা অনেকই শুনি।কিন্ত ব্লগিং কি।ব্লগ হচ্ছে একটি ওয়েবসাইট বা প্লাটফর্ম যেখানে আপনি আপনার নিজেশ্ব মতামত প্রকাশ করতে পারবেন।
আজকাল আমোদের দেশে অনেকেই ব্লগিং কে পেশা হিসাবে গ্রহণ করেছেন।কিন্ত পেশা হিসাবে ব্লগিং কে গ্রহন করলে আয় হবে কিভাবে ? ব্লগিং থেকে আয় করার অনেক উপায় আছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি মাধ্যম হছে

১.গুগল এডসেন্স।

২.এফিলিয়েট মার্কেটিং।

গুগল বিভিন্ন ওয়েব সাইটে বিজ্ঞপ্তি প্রদান করে এবং আপনার সাইটের ভিজিটর যদি এই বিজ্ঞাপনে ক্লিক করে তখন গুগল আপনাকে একটি নির্দিষ্ট অর্থ প্রদান করে।এটিই হচ্ছে গুগল এডসেন্স।
এফিলিয়েট এর অর্থ হচ্ছে শাখা ।আপনি যদি কোন প্রতিষ্ঠানের শাখা হিসাবে ব্যবসা করেন সেক্সেত্রে সেই কোম্পানীর কোন পণ্য আপনার মাধ্যমে বিক্রয় হলে আপনাকে একটি কমিশন বা লভ্যাংশ প্রদান করবে। এফিলিয়েট মার্কেটিং হচ্ছে এই রকম একটি ব্যবস্থা যেখানে আপনার সাইটের মধ্যে ঐ কোম্পানীর বিজ্ঞপন থাকবে,আর কেউ যদি এই বিজ্ঞাপন দেখে ঐ বিজ্ঞাপনে ক্লিক করে পণ্যটি ক্রয় করে তখন কোম্পনীটি আপনাকে একটি লভ্যাংশ প্রদান করবে।আর আপনি এই অংশীদার হিসাবে সাইটটির প্রচার করতে থাকবেন।
ভালো মানের ব্লগার হওয়ার কয়েকটি কৌশল:

১.খিম নির্বাচন:

আপনার ব্লগের জন্য প্রথমেই একটি ভালো মানের একটি থিম বা আইডিয়া  নির্বাচন করুন।তখন আপনার পুরো সময় এই আইয়ার উপর দেন এতে করে আপনার চিন্তার জন্য একটি সীমানা পাওয়া যাবে।

২.কোথায় ব্লগ সেটআপ করবেন:

কন্টেন্ট  সব বময়ই ব্লগের জন্য প্রাণ।কি্ন্ত এটি কোথায় আপলোড করবেন তা নিয়ে অবশ্যই ভাবুন্।ইন্ডিপেন্ডেন্ড ব্লগার হতে চাইলে ওয়ার্ডপ্রেস বা ব্যক্তিগত ব্লগের জন্য ব্লগার ব্যবহার করতে পারবেন।

৩.লিখুন এবং লিখতে থাকুন:

আপনার কোন কাজের উপর যদি ভালো কনফিডেন্স থাকে এবং যদি আপনার কাজকে যদি প্রশংসিত করতে চান তাহলে প্রথম লেখাগুলো একটু ছোট করে লিখুন এবং আপনার নিজের সম্বন্ধে প্রকাশ করুন।
প্রথম মাসে আপনার লেখাগওলো যত ছোট বা অপ্রাসঙ্গিক হোক না কেন , আপনার সব লেখোকে সেলিব্রেট করুন।এতে করে আপনি্ লিখার সাথে মিশে যাবেন এবং আপনি এতে করে আপনি সাক্সেসফুল ব্লগার হতে পারবেন।পরিশেসে  লিখার অভ্যাসটি চলিয়ে যাবেন।

৪.নোটপ্যাড ব্যবহার:

আপনার সাথে সবসময় একটি নোটপ্যাড সঙ্গে রাখুন।আপনি যেখানেই যান ,আপনার কোন আইডিয়া মাথায় এলে সাথে সাথে তা নোটপ্যাডে লিপিবদ্ধ করুন।

৫.বন্ধুদের সাথে শেয়ার :

যখন আপনার সাইটটি আপলোপ করা হয়ে যাবে,তখন আপনার বন্ধুদের সাথে আপনার ব্লগের লেখাগুলো শেয়ার করুন।প্রথমে আপনার লেখাগুলোর একমাত্র ভিজিটর হবে এরাই।অনেক সময় এর দ্বারা আপনার মন খারাপ হতে পারে,কেউ কেউ তিরস্কার করতে পারে , এ নিয়ে চিন্তিত হওয়া যাবে না ।আপনার লেখা যদি ভালো হয় তাহলে এরাই আপনার লেখা পড়বে এবং এদের মাধ্যমেই প্রথমিক প্রচার হয়ে যাবে।
ব্লগার

৬.সোশ্যাল মিডিয়া ব্যবহার:

বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন টুইটার,ফেসবুক প্র্র্র্র্ভৃতি সাইটে আপনার লেখা প্রকাশ করুন।এতে করে আপনার একটি পাঠকশ্রেণী তৈরী হয়ে যাবে।আমার লেখা যেন এমন হয় যাতে এই সকল পাঠকরা কোন প্ররোচনা ছাড়াই আপনার লেখা শেয়ার করে এতেই আপনি স্বনামধণ্য ব্লগার হয়ে উঠবেন।

৭.রিডারদের সাথে এনগেজড হোন:

আপনার পাঠক বা অন্ন ব্লগাররা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ব্লগ এ বিভিন্ন পরামর্শ বা প্রশ্ন করতে পারে, এই সকল প্রশ্নগুলোর সময় নিয়ে উত্তর দিন। এতে  করে ব্লগার ও পাঠকের সাথে একটি সম্পর্ক তৈরী হয়ে যাবে।আর আপনার একটিভনেস এর কারনে অনেকেই আবার ফিরে আসবে।
abul basher azad

৮.লিখার উপর ফোকাস করুন:

আপনার ব্লগ লেখার উপর গুরুত্ব প্রদান করুন।আরো ভালো স্পেসিফিক,এনগেজিং আর্টিকেল লিখুন।কারন আপনর লেখার মধ্যে যদি ভালো বিষয়বস্ত্ত থাকে,তাহলে পৃথিবী আপনাকে খুজে বের করবেই।তার মানে আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না তা নয়, ভালো মানের আর্টিকেল না হলে বাকীগুলো খুব বেশী কাজে আসবে না।
Learn more »

আয় করুন টুইটারের মাধ্যমে

twitter



টুইটার সাম্প্রতিক সময়ের অন্যতম জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। সারা বিশ্বের অসংখ্য মানুষ ‍টুইটার ব্যবহার করছে। অনেকেই রয়েছে যারা শুধু সময় কাটানোর জন্য বা মজা করার জন্য টুইটারে ভিজিট করেন। আবার অনেকেই তাদের বিভিন্ন পণ্যের প্রচারনা চালানোর জন্য টুইটারকে বেছে নেন। সুতরাং এক্ষেত্রে টুইটার ব্যবহৃত হয় ব্যবসায়িক উদ্দেশ্যে। তবে টুইটারে শুধু সময় কাটানো কিংবা পণ্যের প্রচারণা নয় বরং টুইটারের মাধ্যমে আয়ও করা যায়। ফ্রিল্যান্সিং সাইটগুলিতে টুইটারের প্রচুর কাজ পাওয়া যায়। আজ আমরা আলোচনা করব কিভাবে আপনি টুইটারের মাধ্যমে আয় করতে পারবেন।
কী কাজ করবেন, কীভাবে টাকা পাবেন?
এখানে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন মনে জাগে যে আপনি কী কাজ করবেন আর টুইটার কেনইবা আপনাকে টাকা দেবে। মূলত টুইটার আপনাকে কোন টাকা দেবে না বরং টাকা পাবেন বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে বায়ারদের পোস্ট করা টুইটারের কাজ করার মাধ্যমে। অন্যান্য ফ্রিল্যান্সিং জবের ন্যায় এটিও আপনাকে বিডের মাধ্যমে পেতে হবে। এবং কাজ পেয়ে সঠিকভাবে কাজ শেষ করলে পেমেন্ট পাবেন।
কী ধরণের কাজ রয়েছে টুইটারে
টুইটারে প্রতিদিন সারা পৃথিবীর কোটি কোটি মানুষের বিচরণ। পূর্বেই বলা হয়েছে টুইটারে কেউবা আসে ব্যক্তিগতভাবে শুধুমাত্র টুইট করার জন্য বা সময় কাটানোর জন্য। আবার অনেকে ব্যবসায়িক উদ্দেশ্যে বা পণ্যের প্রচারণার জন্য। এছাড়াও টুইটারে বিভিন্ন ধরনের সেলিব্রেটিদের একাউন্ট রয়েছে এবং যাদের রয়েছে লক্ষ লক্ষ ফলোয়ার। টুইটারে আপনার কাজও হবে কাউকে ফলো করা বা নিজের জন্য ফলোয়ার তৈরী করা কিংবা কারো টুইটকে রিটুইট করা, একাউন্ট তৈরী করা।
● বায়ারের জন্য follower সংগ্রহ করতে পারেন। এক্ষেত্রে বায়ারের চাহিদা অনুযায়ী কোন নির্দিষ্ট দেশের বা জাতির বা এলাকা থেকে ফলোয়ার সংগ্রহ করতে হবে। এ ধরনের প্রচুর কাজ রয়েছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতে।
● টুইটার একাউন্ট তৈরী করার প্রচুর কাজ রয়েছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতে।
● আপনি টুইটারে বায়ারের twitt টি retwit করার কাজের মাধ্যমে আয় করতে পারেন। এ কাজটি করবেন অবশ্যই আপনার কোন পপুলার একাউন্ট থেকে। অর্থাৎ যে একাউন্টে ফলোয়ারের সংখ্যা অনেক বেশি।
● টুইটারের আরো একটি কাজ প্রচুর পরিমাণে পাওয়া যায় সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরীর কাজ। সাধারণত বিভিন্ন কোম্পানীর বা সেলিব্রেটিদের ছবির জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরীর কাজ করতে হয়।
শুরু করবেন কীভাবে
টুইটার থেকে আয় করতে হলে আপনাকে শুরুটা করতে হবে একটু পরিকল্পনামাফিক। শুরুতে আপনি ১০টি একাউন্ট খুলতে পারেন টুইটারে। কিছুদিন কাজ ‍করে যদি আপনার ফলোয়ারের সংখ্যা একাউন্ট প্রতি ১০০০ জন হয় তাহলে ১০ টি একাউন্টে আপনার ১০ হাজার ফলোয়ার থাকবে। তবে ১০ হাজারের মধ্যে যদি আপনার ২ হাজার ফলোয়ারও এক্টিভ থাকে তাহলে আপনি কোন টুইটকে রিটুইট করলে সেটি ২ হাজার লোক ‍দেখতে পাবে। যদি এটিরও অর্ধেক ফলোয়ার আপনার পোস্ট দেখতে পায় তাহলেও দৈনিক ১ হাজার লোক আপনার পোস্ট দেখতে পায়। আর এভাবেই প্রতিনিয়ত ছড়িয়ে যেতে থাকবে আপনার পোস্ট। এভাবেই বাড়তে থাকবে আপনার সফলতার হার সেই সাথে আপনার ‍আয়ও।
আয়ের পরিমাণ ও কাজ পাওয়ার উৎস
টুইটারের কাজগুলি করে আপনি বেশ ভালো পরিমানে আয় করতে পারবেন।সাধারণত এসব কাজের পেমেন্ট প্রত্যেকটি ফলোয়ার বা রিটুইট সংখ্যা অনুযায়ী হয়ে থাকে। প্রত্যেকটি ফলোয়ার বা রিটুইট করার জন্য ৩-৪ টাকা থেকে শুরু করে ৮-১০ টাকা পর্যন্ত পেতে পারেন। এছাড়াও টুইটারে ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরী করে দেওয়ার কাজের পেমেন্ট রেটও যথেষ্ট ভালো।
আপনি টুইটারের অসংখ্য কাজ পাবেন বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলিতে। একবার ঘুরে আসুন না ওডেস্ক, ফ্রিল্যান্সার কিংবা ইল্যান্সার ইত্যাদি ফ্রিল্যান্সিং সাইটগুলিতে। তাহলে দেখতে পারবেন টুইটারের কত শত কাজ অপেক্ষা করছে-হয়তো আপনারই জন্য।
Learn more »

নতুনদের জন্য ওডেস্কে কাজ পাওয়ার কিছু টিপস


বর্তমান মার্কেটপ্লেসগুলোতে বেশ প্রতিযোগিতামূলক লক্ষ্য করা যায়। বিশেষ করে ওডেস্কে। আগের কোন কাজের ফিডব্যাক ছাড়া প্রথম কাজ পাওয়া একবারে সহজ ব্যাপার না। কারণ সবাই দক্ষ এবং পূর্বে কাজের অভিজ্ঞতা আছে এমন ফ্রিল্যান্সার হায়ার করতে চায়।
তাই একজন নতুন ফ্রিল্যান্সারকে ওডেস্কে কাজ পাওয়ার জন্য কয়েকটি বিষয়ে নজর দিতে হবে। আসুন দেখি সেগুলো কি :
১. ওডেস্ক প্রোফাইলটি সুন্দর করে গুছিয়ে লিখুন। কনফিউশন থাকলে ভাল ফ্রিল্যান্সারদের প্রোফাইল চেক করুন। তাহলে একটা আইডিয়া হবে। যেখানে যে ইনফরমেশন দরকার তা প্রোভাইড করুন। প্রোফাইলটি কয়েকবার চেক করুন। ভুলত্রুটি থাকলে অবশ্যেই এডিট করুন।
২. নিজের যে সকল স্কিল আছে সেগুলো লিখুন। অবশ্যই খেয়াল রাখবেন, স্কিল হিসেবে লিখেছেন এমন প্রত্যেকটি বিষয়ের উপর আপনার পোর্টফোলিও আছে কি না। আপনার কাজগুলো থেকে বেশ কিছু ভাল ভাল কাজ পোর্টফোলিওতে সংযুক্ত করুন। যে স্কিলগুলোর পোর্টফোলিও নেই, সেগুলো প্রথমদিকে না লেখাই ভাল। কারণ ক্লায়েন্ট আপনি কি যোগ্যতা লিখেছেন তা দেখার চেয়ে পূর্বে কি কাজ করেছেন তা দেখছে পছন্দ করে।
৩. টাইটেলে এমনভাবে গুছিয়ে লিখুন যে, প্রথম দেখাতেই ক্লায়েন্ট আপনার সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেতে পারে। এতে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
৪. আপনি যে কাজে দক্ষ ঠিক সে কাজের জন্য বিড করুন। আপনার কাজের স্কিলের সাথে যে জব ডিসক্রিশনটি পরিপূর্ণ মিলে শুধুমাত্র সেগুলোতেই বিড করুন। অর্ধেক পারেন, অর্ধেক পারেন না এমন কাজে কখনও বিড করতে যাবেন না।

Freelancing 



৫. গুছিয়ে সুন্দর ভাষায় এবং কাজটি আপনি কিভাবে করবে সংক্ষেপে বর্ণনা দিয়ে একটি কভার লেটার লিখুন। কভার লেটারটি সেন্ড করার পূর্বে অবশ্যই কয়েকবার চেক করে নিন কোন প্রকার ত্রুটি বা অস্পষ্ট কিংবা অবাঞ্চিত বক্তব্য আছে কি না। একটি সুন্দর কভার লেটার আপনার কাজ পাওয়ার সম্ভাবনাকে ৫০% বাড়িয়ে দেয়।
৬. এবার রেট নির্ধারণের পালা। অবশ্যই প্রাসঙ্গিক দামে বিড করুন। খুব বেশি চড়া দাম কিংবা খুব নিম্নমূল্যে কাজে বিড করবেন না। এতে আপনার সম্পর্কে ক্লায়েন্ট নেগেটিভ মনোভাব পোষণ করবে। শুরুতে একটু কম রেটে বিড করলেও এত কমমূল্যে বিড করবেন না যা আপনার কাজটির জন্য অসম্মানজনক হয়। তাই কাজের ধরণ ও অবস্থা বুঝে একটি প্রাসঙ্গিক দাম নির্ধারণ করুন। ক্লায়েন্টকে বলতেও পারেন যে, প্রথম হিসেবে একটু কমেই কাজটা করে দিতে আপনি রাজি আছেন। এতে সে আপনাকে কাজটি দিতেও পারে।
৭. ইংরেজীতে একটা কথা আছে, Never Give up ! অর্থাৎ কখনও হাল ছেড়ো না। চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রথম কাজটি পাওয়া একটু কষ্টকর। কিন্তু একবার কাজ পাওয়া শুরু করলে আর পেছনে তাকাতে হবে না যদি আপনি যোগ্যতাসম্পন্ন, দক্ষ লোক হোন। বহু সফল ফ্রিল্যান্সার এমন পাওয়া যাবে যারা প্রথম কাজটি পাওয়ার জন্য মাসকে মাস চেষ্টা করেছেন। বর্তমানে হয়তো তারা সময়ের অভাবে অনেক কাজই ছেড়ে দিচ্ছেন। তাই ওডেস্ক বা যেকোনো ফ্রিল্যান্সিং প্লাটফর্মে ফ্রিল্যান্সিং করতে হলে সাফল্যের আকাঙ্খা নিয়ে লেগে থাকতে হবে। অধ্যাবসায় ছাড়া ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়া সম্ভব না।
সর্বশেষ কথা হলো, ওডেস্ক বা ফ্রিল্যান্সিং প্লাটফর্মে আপনি যখন কাজ করতে আসবেন, অবশ্যই আপনাকে যোগ্যতা নিয়ে আসতে হবে। যে কোন সেক্টরে আপনি দক্ষতা অর্জন করে, সেই দক্ষতার প্রয়োগ করার জন্যই ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো কোন কাজ শেখার স্থান নয়। বরং কাজ শেখার পরবর্তী স্থান হলো এইসব মার্কেটপ্লেসগুলো।
তাই দক্ষতা অর্জন করুন অত:পর ফ্রিল্যান্সিং করুন। তবেই সফলতার রাস্তা আপনার সামনে উন্মুক্ত হবে।
নতুনদের জন্য মাইসিসের পক্ষ থেকে শুভকামনা রইল।

Learn more »

ফ্রিল্যান্সিং এবং ফ্রিল্যান্স ক্যারিয়ার বিষয়ক তথ্য

Freelancer 





বর্তমান যুগের সবচেয়ে আলোচিত পেশাটির নাম ফ্রিল্যান্সিং। চাকরি জীবনের বন্ধনী থেকে আধুনিক তরুণ সমাজ মুক্তি চায়। তাই অনলাইনে তারা গড়ে নিচ্ছে নিজেদের ক্যারিয়ার। ‘ফ্রিল্যান্স ক্যারিয়ার’ বর্তমান সময়ে তরুণদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। দেশেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেদের ভাগ্য পুরোপুরি বদলেছেন অনেকেই ৷ এই তো ক’বছর আগেও আমাদের দেশের তরুণদের খুঁজেই পাওয়া যেত না আন্তর্জাতিক ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে। কিন্তু গত তিন বছরে ওডেস্কে বাংলাদেশ রয়েছে শীর্ষ তিনে। নিজ ঘরে বসে কাজ করছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। আর স্বাভাবিকভাবেই তাদের আয়ের পরিমাণটাও বেশি। কারণ ঐসব দেশে শ্রমের বিনিময় মূল্য আমাদের দেশ থেকে কয়েক গুণ বেশি। একই দক্ষতা নিয়ে দেশি প্রতিষ্ঠানে কাজ করলে যে বেতন পেতো, বাইরে কাজ করার কারণে হয়তো এর ১০ গুণ পর্যন্ত পাচ্ছে। কাজের সময়, সিডিউল নিজের মতো করে পরিবর্তন করে নিচ্ছে। মানতে হচ্ছে না, সকাল-সন্ধ্যা বাধ্যতামূলক অফিস টাইম, ড্রেস কোড। শুনতে হচ্ছে না বসের বকা-ঝকা।
এই বছর ওডেস্ক থেকে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা আয় করেছেন ১২ মিলিয়ন ডলারেরও বেশি আর নভেম্বর মাসেই সফটওয়্যার, ওয়েব ডেভেলপমেন্ট এবং আইটি বিভাগে ১ হাজার ৮০০ বাংলাদেশি ফ্রিল্যান্সাররা ৫৭ হাজার ঘন্টা কাজ করেছেন! তাছাড়া, বর্তমানে বাংলাদেশে ইল্যান্সেই নিবন্ধিত রয়েছে প্রায় ৩৩ হাজার ফ্রিল্যান্সার।
২০১২ তে ইল্যান্স.কম-এ প্রায় ১১ হাজার কাজে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা নিয়োগ পেয়েছেন, যা তার আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। এ পর্যন্ত ইল্যান্স থেকে বাংলাদেশে আয় ৫.৬ মিলিয়ন ডলার (গত ৭ মাসেই এসেছে প্রায় ১.৫ মিলিয়ন)। এটি সত্যিই আশা ব্যঞ্জক আর বিশাল এ সংখ্যার জন্য ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতেও বাংলাদেশি ফ্রিল্যান্সারদের বেশ ইতিবাচকভাবে মূল্যায়ন করা হচ্ছে।
ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখে অনেক তরুণ বেশ আগেই কাজ শুরু করেছিলো। তাদের মধ্যে অনেক আজ সফল ফিল্যান্সার। বাংলাদেশে সফল ফিল্যান্সারের সংখ্যা একেবারে কম নয়। যারা শুধু সফলতার সাথে মার্কেটপ্লেসে কাজই করেনি বরং কুড়িয়ে এনেছে দেশের সম্মান। তাদের আহবানেই বিশ্বের নামকরা মার্কেটপ্লেস Odesk.com এর ভাইস প্রেসিডেন্ট ম্যাট কুপার দু-দুবার বাংলাদেশে ছুটে এসেছেন। শুধু তাই নয়, আরও এসেছে Freelancer.com, elance.com, 99design.com এর প্রতিনিধিরাও।
গণমাধ্যম সহ নানা জায়গায় ফ্রিল্যান্সিংয়ের কথা শুনে অনেকেরই আগ্রহ তৈরি হচ্ছে মুক্ত পেশাদার হিসাবে ক্যারিয়ার গড়তে।
Learn more »

আসুন দেখে নেই ইন্টারনেটে অর্থ উপার্জনের সেরা ৫টি পদ্ধতি

Internet
ইন্টারনেটে অর্থ উপার্জনের অনেক পদ্ধতি রয়েছে। অনেকেই দ্বিধায় পড়েন, কোনটি করবেন এবং কোনটি করবেন না এই নিয়ে। তাছাড়া বাংলাদেশের জন্য স্থানীয় কিছু সমস্যা তো রয়েছেই। ইন্টারনেট ব্যবহার করে অর্থ উপার্জনের সুবিধা-অসুবিধা অনুযায়ী ৫টি পদ্ধতি নিয়ে নিচে আলোচনা করছি।




১. গুগল এডসেন্স(www.google.com/adsense)
গুগল এডসেন্স ইন্টারনেটে অর্থ উপার্জনের সবচেয়ে সেরা উপায় । মাসে কয়েক হাজার ডলার আয় করা যায় প্রোগ্রামিং বা এইধরনের কোন ক্ষেত্রে বিশেষ দক্ষতা না থেকেও। এমনকি গুগলের ব্লগার ব্যবহার করে কোনরকম খরচ ছাড়াই।আপনার প্রয়োজন শুধু সময় ব্যয় করা এবং চারিদিকে দৃষ্টি রেখে নিজের ওয়েবসাইটে ভিজিটর আনার ব্যবস্থা করা। সবচেয়ে ভাল ফল পাওয়ার জন্য আপনার প্রয়োজন এমন একটি ওয়েবসাইট যেখানে প্রচুর ভিজিটর ভিজিট করবেন। এধরনের ওয়েবসাইট তৈরী এবং ভিজিটর পেতে কয়েক মাস এমনকি কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। প্রতিদিন কমপক্ষে ১ হাজার ভিজিটর না পেলে খুব বেশি আয়ের সম্ভাবনা কম। গুগল এডসেন্স এর মত চিতিকা (www.chitika.com) নামে আরেকটি ব্যবস্থা রয়েছে । ব্যবহারের পদ্ধতি এডসেন্স এর মতই।
২. এফিলিয়েটেড মার্কেটিং
এফিলিটেড মার্কেটিং এর ক্ষেত্রে সীমা হচ্ছে আকাশ। আপনি যত চেষ্টা করবেন তত বেশি আয় করবেন। আপনার কাজ হচ্ছে ইন্টারনেটে যারা কিছু বিক্রি করে (পন্য বা সেবা) তাদের হয়ে প্রচার করা।এ কাজের জন্য নিজের ওয়েবসাইট থাকলে সুবিধে বেশি, না থাকলেও সমস্যা নেই অন্যভাবে করা যায়। কোন কোন কোম্পানী টাকা দেয় তাদের সাইটে ভিজিটর পাঠালেই আবার কোন কোন কোম্পানী দেয় কোন
ভিজিটর কিছু কিনলে। ৭৫% পর্যন্ত কমিশন দেয়ার মত কোম্পানীও রয়েছে। আমাজন, ই-বে এফিলিয়েটেড মার্কেটিং কাজের জন্য অন্যতম। আমি আগেই বলেছি এফিলিয়েটেড মার্কেটিং এর জন্য নিজস্ব ওয়েবসাইট থাকলে বেশি সুবিধে পাবেন। শুধুমাত্র এই কাজের জন্যই বিনামুল্যে ওয়েবসাইট তৈরী ও সেখানে বিভিন্ন পন্য যোগ করার ব্যবস্থা রয়েছে। যদিও এই ব্যবস্থায় আয় বেশি তারপরও এডসেন্সর এর পর ২য় অবস্থানে থাকার কারন হল একাজে বুদ্ধিমত্তা, মার্কেটিং এর দক্ষতা এবং পরিশ্রম অনেক বেশি।


৩. ফ্রিল্যান্সিং

আপনি ওয়েবসাইট তৈরী কিংবা মার্কেটিং এর ঝামেলায় যদি যেতে না চান, অথচকম্পিউটারের কোন কাজে দক্ষ। সেটা ফটোশপ ব্যবহার করে হোক অথবা গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং থেকে ডাটা এন্ট্রি, ভিডিও এডিটিং কিংবা এনিমেশন যে কোন কিছুই হতে পারে। তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং উপযুক্ত। কাজ দেয়ার ক্ষেত্রে অনেকগুলি প্রতিস্ঠান রয়েছে মধ্যস্থতা করার জন্য । সেখানে নিজের নাম তালিকাভুক্ত করবেন (কোন খরচ নেই), তাদের কাজের তালিকা দেখে এপ্লাই করবেন, কাজ পাওয়ার পর কাজ করে জমা দিবেন। আপনার একাউন্টে সেই কাজের পারিশ্রমিক জমা হবে। ঘন্টাপ্রতি নির্দিষ্ট কাজ অনুযায়ী অথবা এককালীন চুক্তি অনুযায়ী ফ্রিলান্সিং কাজে পেমেন্ট দেয়া হয়। কাজের জটিলতা অনুযায়ী আয় কয়েক ডলার থেকে কয়েক হাজার ডলার পর্যন্তও হতে পারে এই চুক্তি। মধ্যস্থতাকারী থাকে বলে টাকা হাতছাড়া হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
www.freelancer.com , www.odesk.com ইত্যাদি এধরনের কাজে অন্যতম প্রতিস্ঠান।
৪. নিজে বিক্রি করা
লাভ বেশি থাকার পরও একে ৪ নম্বরে রাখতে হচ্ছে কারন নিজে বিক্রি করলে লাভ বেশি, সেইসাথে পরিশ্রমও বেশি। আপনি কিছু পন্য ঠিক করবেন এরপর ওয়েবসাইটে রেখে দেবেন। যিনি কিনতে চান তিনি সেখানে ক্লিক করে কিনবেন এবং আপনি সেটা তারকাছে পাঠিয়ে দেবেন। ফটোগ্রাফ, ই-বুক, সফটঅয়্যার এর মত পন্য সরাসরি ইমেইল করে পাঠাতে পারেন কিংবা ডাউনলোডের ব্যবস্থা রাখতে পারেন। ছাপা বই বা বহনযোগ্য অন্য পন্য হলে পার্সেল করে পাঠাতে হবে। বিশ্বের অনেক দেশের মানুষই কেনাকাটা করে অনলাইনে। কাজেই এই মুহুর্তে বাংলাদেশের মত দেশে বিষয়টি চালু না থাকলেও একসময় হবে ইনশাআল্লা


৫. অনলাইন বিজ্ঞাপন
জনপ্রিয় ওয়েবসাইটে এডসেন্স এর মত বিজ্ঞাপন রাখতে হবে এমন কোন কথা নেই, ছাপানো পত্রিকায় যেমন বিজ্ঞাপন দেয়া হয় সেভাবে আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রচার করে অর্থ উপার্জন করা সম্ভব। আমেরিকায় ছাপানো বিজ্ঞাপনের আয়কে ছাড়িয়ে গেছে অনলাইন বিজ্ঞাপন। পত্রিকার মত সাইটের জন্য এই ব্যবস্থা সুবিধেজনক। একাজে সমস্যা হচ্ছে ব্যক্তিগতভাবে করা যায় না, প্রতিস্ঠান
হিসেবে কাজ করতে হয়। তবে সেটা সংবাদপত্র হতে হবে এমন কথা নেই। মানুষের আগ্রহ রয়েছে এমন বিষয় নিয়ে ওয়েবসাইট হতে পারে। যেমন বিভিন্ন পণ্যের পরিচিতি এবং দাম নিয়ে যেমন মানুষের আগ্রহ সেই বিষয় নিয়েই অনেকগুলি বিশ্বখ্যাত ওয়েবসাইট রয়েছে। চাকরী বা অন্য তথ্য নিয়ে সাইটও লক্ষ লক্ষ
ভিজিটর পেতে পারে।


Learn more »

oDesk SEO Test Answer-2013



1.Question: Which of the following search engines or directories provides the directory search results for Yahoo?
b. Yahoo Directory
2.Question: Which of the following statements regarding website content are correct?
c. Syndicating your content could lead to Google viewing the material as duplicate
3.Question: What is Keyword Density?
d. The number of times the keyword is used in the page title
4.Question: Which of the following statements about the Google Sitemap are correct:
a. Repeated submission of the Sitemap to Google could be penalized
5.Question: Are RSS/Atom feeds returned in Google’s search results?
b. No
6.Question: What does the term Keyword Prominence refer to?
c. It refers to the fact that the keywords placed in important parts of a webpage are given priority by the search engines
7.Question: Which of the following factors does Google take into account while assessing whether or not a website is an authority website?
a. The frequency with which the content of the website is updated
b. The number of web pages containing relevant information on the main theme of the website
c. The number of in-bound natural links related to the website’s theme (or keywords)
8.Question:  What is Anchor Text?
c. It is the visible text that is hyper linked to another page
9.Question: If you search for the term “iq test” in the Word Tracker keyword suggestion tool, will it return the number of independent searches for the term “iq”?
b. No
10.Question: What is the illegal act of copying of a page by unauthorized parties in order to filter off traffic to another site called?
d. Pagejacking
11.Question: Do search engines such as Google detect unnatural linking patterns by checking the Class C IP address of the page where the link to the website originates?
a. Yes
12.Question: What term is commonly used to describe the shuffling of positions in search engine results in between major updates?
b. Flux
13.Question: While grading your website, Google gives credit to outbound links pointing to authority websites?
b. False
14.Question: Which of the following URLs can the Google search engine spider?
e. All of the above
15.Question: Google displays up to _____ characters of a webpage’s Title Tag.
b.60
c.66
16.Question: What does the 302 server response code signify?
d. The page has temporarily moved
17.Question: Which of the following statements is correct with regard to the description meta tag?
d. Google uses the meta description to generate the search engine results pages
18.Question: State whether true or false.
The Yahoo Directory listing is a free service for commercial sites.
a. True
19.Question: Which of the following statements is correct with regard to the images within a webpage?
b. Important keywords related to the image should be placed in the ALT text
20.Question: Cloaking is a controversial SEO technique. What does it involve?
b. Offering a different set of web pages to the search engines
21.Question: Which of the following facts about Alexa are correct?
a. Alexa provides free data on relative website visitor traffic
22.Question: Google looks down upon paid links for enhancing page rank. If a website sells links, what action/s does Google recommend to avoid being penalized?
c. Paid links should be disclosed through the “rel=nofollow” attribute  in the hyperlink
23.Question: Which of the following actions could get you banned by Google?
a. Hiding text on the webpage
24.Question: Which of the following s about Google’s technical and quality guidelines is true?
b. If using dynamic pages, it helps to keep the parameters short and the number of them few
25.Question: Which of the following is an ethical SEO Technique?
d. None of the above
26.Question: All major search engines are case sensitive.
b. False
27.Question: While optimizing your website it is important to generate the right type of traffic, how does the Bounce Rate information help in this regard?
b. By letting you know the percentage of users who entered the website and then left without viewing any other page
28.Question: Which of the following factors contribute towards link popularity of a website?
a. The number of websites that link to it
b. The number of pages of the website indexed by Google
c. The number of pages in the website
d. The quality of websites that link to it
29.Question: Search engines do not index some common words (such as “or”, “and”, “when”, and “in”) within the webpage. What are these common words called?
d. Stop words
30.Question: Which of the following activities could be looked down upon by Google as per their quality guidelines?
b. Loading pages with irrelevant links
c. Intentionally adding keywords to the TITLE tags and ALT attributes
31.Question: Which of the following statements about RSS are correct?
a. It is a form of XML
32.Question:_________ is usually the best web page to get linked to while receiving a themed in-bound link from another website.
d. The page which you would like to improve in the search engine rankings
33.Question: Which of the following can be termed as good keyword selection and placement strategies?
a. Targeting synonyms of the main keyword
d. ofive or more keywords per page
34.Question: If your site is not appearing in Google search results because of some unethical SEO practices in the recent past, _________________.
D. It is better to discontinue the website and shift your webpages to a fresh website with a new domain name.
35.Question: Which of the following statements about search engine optimization techniques are correct:
a. Making a keyword bold does not influence the way that the search engine looks at the keyword
b. Websites with deep linking are looked at favorably by search engines
d. It is not a good idea to have the same anchor text for all inbound links as it could look automated to the search engines
36.Question: A Hallway Page is used to:
d. Enable search engine bots to index the Doorway Pages
37.Question: Which of the following free tools/websites could help you identify which city in the world has the largest search for the keyword – “six sigma”?
d. Google Trends
38.Question: How are site maps important for the search engine optimization process?
c. Site maps help the search engine spider pick up more pages from the website
39.Question: State whether the following statement is true or false.
A Sitemap provides a list of internal links to user accessible pages on a website.
a. True
40.Question: What is the function of “indexer” part of the Google search engine?
d. It helps to generate meaningful results based upon the user’s search term
41.Question: Which of the following conditions will Google treat favorably from the ‘Relevancy’ perspective?
d. Image Alt tags on the home page matching the search term
42.Question: Some words, when followed by a colon, have special meanings to Yahoo. What is performed by the link: operator?
c. It shows all the pages that point to that URL
43.Question: Which of the following factors have an impact on the Google PageRank?
a. The total number of inbound links to a page of a web site
44.Question: What is the term for Optimization strategies that are in an unknown area of reputability/validity?
c. Grey hat techniques
45.Question: Why is it a bad idea from the seo perspective to host free articles and write ups that are very common on the internet.
b. Because you could get penalized by search engines for using duplicate content
46.Question: The following robots meta tag directs the search engine bots:
<META NAME=”robots” CONTENT=”noindex,nofollow”>
b. Not to index the page and not to follow the links in the page
47.Question:_________________ use both crawlers and directories to generate relevant results.
d. Meta Search Engines
48.Question: Which of the following statements is correct with regard to natural links?
c. They are voluntary in nature
49.Question: What will happen if you type the words ‘Certification -Networking’ in the Google search box?
d. Google will find the web pages about Certification that do not contain the word Networking
50.Question: If you enter ‘Help site:www.microsoft.com‘ in the Google search box, what will Google search for?
b. It will find pages about help within www.expertrating.com
51.Question: Which of the following statements about FFA pages are true?
b. They are also called link farms
52.Question: What is the name of the search engine technology due to which a query for the word ‘actor’ will also show search results for related words such as actress, acting or act?
d. Stemming
53.Question: If a website’s search engine saturation with respect to a particular search engine is 20%, what does it mean?
a.20% of the webpages of the website have been indexed by the search engine
54.Question: What is the main reason for the effectiveness of optimizing a webpage towards a long tail keyword search?
a. There are more long tail searches than shorter keyword queries
Learn more »
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks