Just Click & Earn Money

Showing posts with label Android. Show all posts

Opera Mini এর ৩টি টিপস, বাড়িয়ে নিন নেট speed!



১। বর্তমানে মোবাইল ব্রাউজারের মধ্যে সেরা ব্রাউজার Opera Mini তার কারন হল এই Opera Mini মিনি দিয়ে লেখা যেমন সুন্দর দেখা যায় তেমনি স্পীড ও ভাল। যাহা অন্য ব্রাউজারে দেখা যায় না, আমি অনেক গুলো মোবাইল ব্রাউজার ব্যবহার করেছি যেমন One Browser, ডলফিন Browser ইত্যাদি , কিন্তু এগুলো থেকে আমার কাছে অপেরা অনেক ভাল লেগেছে, আশা করি Browser এর মধ্যে সবারি Opera Mini প্রিয়, তাই আজ আমি  আপনাদের জন্য নিয়ে আসলাম ৩টি টিপস,
১। Opera Mini তে speed বৃদ্ধি করা নিয়ম!
প্রথমে আপনার Opera Mini Browser টি ওপেন করুন, এরপর URL বক্স এ opera:config লিখে Go তে ক্লিক করুন,



তাহলে নিচের মত কিছু Option দেখতে পাবেন, এবার অপশন Loading Timeout option থেকে 30 থেকে 60 বা 3600 সিলেক্ট করুন।




২। দ্বিতীয় কাজ এবার Loading Timeout option এর নিচে site patches and user agent masking বক্স থেকে Yes থেকে “No” সিলেক্ট করে দিন ।



সবশেষ নিচে “save” এ ক্লিক করে সেভ করুন।




ব্যাস, আপনার কাজ শেষ এবার এবার অপেরা মিনি চালু করে দেখুন কেমন স্পীড পান!
৩।  আমরা যে কোন প্রোগ্রামে থেকে বাহির হতে হলে Exit বাটনে ক্লিক করে বাহির হতে হয়, কিন্তু Opera Mini তে ডিফল্ট ভাবে Exit বাটন OFF থাকে তাই On করতে হলে নিচের পদ্ধতি অনুসরণ করুন।



এবার আপনি Opera Mini Exit বাটন বাটনে ক্লিক করে বাহির হতে পারবেন।


Learn more »

মোবাইল থেকেই ছবিতে দিন DSLR ক্যামেরার ইফেক্ট

আজ আপনাদের একটি দারুন অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দিব; নাম After Focus। যা দিয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে থেকে DSLR ক্যামেরার এফেক্ট দিতে পারবেন খুব সহজে; অসাধারন একটি অ্যাপ। ফোকাস,ফিল্টার সব করতে পারবেন DSLR ক্যামেরার মত। আরেকটি সুবিধা হল ২ ক্যামেরা ফোটো নিতে পারবেন। দেখে নিনি এটি দিয়ে করা কিছু কাজ।





ব্যবহার করা খুবই সহজ। না পারলে অ্যাপে ছবি ওপেন করার সাথে সাথে যে ডায়ালগ বক্স আসে ওটার কোনায় ভিডিও এর ছবিতে ক্লিক করুন ওরা একটি ভিডিও টিওটিরিয়াল আপনাদের দেখিয়ে দিবে। নিচে থেকে নিয়ে অ্যাপটি প্রো ভার্সন ফ্রীতে!!!





এবার একটি বোনাস অ্যাপ নাম Cymera। এটি দিয়েও আপনি Dslr ক্যামেরা ইফেক্ট দিতে পারবেন। ফিল্টার ব্যবহার করতে পারবেন। এটি আরো নানা সুবিধা আছে বলে শেষ করা যাবে না। ডাবল ক্যামেরা,ব্লুর এফেক্ট,ফোকাস,লিকুয়িটি,ফেস স্পট রিমুবার অনেক। কিছু স্ক্রিন শট দেখে নিতে পারেন।




এটির নতুন ভার্সন প্লে স্টোরে পাবেন। এটি ফ্রী অ্যাপ।
তবে খুব ভাল Dslr ক্যামেরা ইফেক্ট দিতে আমি আপনাকে প্রথম অ্যাপ্টিই সাজেস্ট করব। তারপর ছোট কাট কাজের জন্য CYMERA ব্যবহার করতে পারেন। মূলত এই দুইটি অ্যাপ রাখলে আপনার DSLR CAMERA লাগবে না :D :D :P



Learn more »

অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য সেরা ফাইল শেয়ারিং অ্যাপস : Flash Transfer


Flash Transfer:



Wi-Fi ফাইল শেয়ারিং এপগুলোর মধ্যে শুরুর দিকের এপ হল এই এপটি। এর কিছু দারুণ ফিচারের জন্য দারুণ জনপ্রিয়!






  • Wi-Fi Hotspot ক্রিয়েট করে ফাইল শেয়ার করার সুবিধা
  • Pictures, videos, music files, documents, contacts শেয়ার করা যায়
  • Swipe বা Shake করে ফাইল সেন্ড করার মত মজার ফিচারসমৃদ্ধ।


Learn more »

অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য সেরা ফাইল শেয়ারিং অ্যাপস : ES File Explorer File Manager


ES File Explorer File Manager



ES File Explorer হল এন্ড্রয়েডের সবচেয়ে জনপ্রিয় ফাইল এক্সপ্লোরার। শুধু ফাইল ম্যানেজারই নয় এতে রয়েছে আরো অনেক সুবিধা! Wi-Fi Hotspot এর সাহায্যে অনেক দ্রুততার সাথে ফাইল সেন্ড করা যায়। 







Learn more »

অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য সেরা ফাইল শেয়ারিং অ্যাপস: SHARE it


  • SHAREit:
Wi-Fi এবং কোন রকম নেটওয়ার্ক চার্জ ছাড়াই দ্রুতগতিতে ফাইল শেয়ার করার অন্যতম সেরা এপ্লিকেশন। Lenovo এর এই এপ দ্বারা বিভিন্ন ডিভাইসের সাথে ফাইল সেন্ড ও রিসিভ করা যায় খুবই সহজে!



  • Pictures, videos, music files, documents, contacts শেয়ার করা যায় , এমনকি Apps ও শেয়ার করার সুবিধা আছে
  • নির্দিষ্ট দুরত্বের মাঝে SHAREit ইন্সটল করা আছে এমন ডিভাইস অনায়াসেই এপ নিজেই স্ক্যান করে খুজে বের করবে
  • অনেক বড় সাইজের ফাইল শেয়ার করা কোন ব্যাপারই না! Bluetooth এর চেয়ে প্রায় চল্লিশ গুন বেশি গতিতে ফাইল সেন্ড করা যায়
  • Bluetooth, Wi-Fi, Phone Network কিছুই প্রয়োজন নেই। ডিভাইস ওয়ারলেসলি কানেক্ট হবে
  • গ্রুপ শেয়ারিং এর সুবিধা রয়েসছে। সর্বোচ্চ পাঁচ জন একইসাথে Music, Videos ইত্যাদি শেয়ার করতে পারবেন।


Learn more »

Walton Primo ZX – ওয়াল্টন কে সেরা স্মার্টফোন!!!


Walton Primo ZX Specs----
Technology


  • 2G Network~GSM 850 / 900 / 1800 / 1900
  • 3G Network~UMTS 900/2100
  • HSPA+
  • GPS-  with A-GPS support and GLONASS
  • Micro-SIM (Single SIM)

Display

  •  IPS LCD capacitive touchscreen, 16.7M colors
  • Size -5.5 inches, FHD 1920 x 1080 pixels
  • Pixel density ~401 ppi
  • multitouch up to 10 fingers
  • Protection ~Corning Gorilla Glass 3

Built
  • Dimensions~ 150.6 x 75.0 x 9.5 mm
Camera
  • Primary
  • 16 MP
  • Features~LED Flash, Geo tagging, Face and Smile detection, panorama, HDR, BSI Sensors, Blue Glass v3, f/2.2 aperture, CMOS sensors
  • Video~ Yes, 1080p@30fps
  • Secondary~Yes, 8 MP, 1080p
Hardware
  • OS~Android OS, v4.3 (Jelly Bean)
  • Chipset~Qualcomm Snapdragon 800
  • CPU~ Quad Core 2.26 GHz
  • GPU~Adreno 330
  • Sensors~Accelerometer (3D), Orientation, Proximity, Compass, Light sensors
  •  ROM 32GB, RAM 3GB
  • No Extra Storage

Connectivity
  • EDGE~Yes
  • WLAN~~Wi-Fi 802.11 a/b/g/n Wi-Fi Direct, Wi-Fi hotspot
  • Bluetooth~Yes, v4.0
  • USB
  •  Yes, microUSB v2.0, USB On-the-go support
Other features
  •  Wireless Display Sharing
    - Smart Gesture (pictures/call/answer/pause/alarm)
    - Adobe Reader
    - Kingsoft office
    - Touchpal Keyboard
    - Moboplayer, Realplayer
    - Office (word, excel, ppt)
Performance --- ওয়াল্টন প্রিমো  জেড এক্স এ আছে Qualcomm Snapdragon 800 processor যা আপনাকে দিবে অতুলনীয় স্পিড এর স্বাদ। এতে আছে ২.২ ghz processor যা আপনাকে মাল্টিটাস্কিং এর সুবিধা। অতএব  আপনার মাল্টিতাস্কিং এ কোন রকম অসুবিধা হবে না।।


Gaming--- এটার  GPU Adreno 330 আপনারা জানেন যে Adreno হল গেমিং এর Beast!!!তো আপনার গেমিং এ কোন প্রকার সমস্যা হবে না।  সব HD গেমস অনাএশে চলবে।

দাম------ ওয়াল্টন আখন অফিসিয়াল দাম প্রকাশ করেনি। তবে বলা হয়েছে যে দাম ৩৫ হাজার এর নিচে থাকবে।

মন্তব্য-- এতো দাম দিয়ে Non branded or Rebranded সেট না কেনাই ভাল কিন্তু এটি একটি চরম ডিভাইস!! Benchmark এ এটি Samsung Galaxy Note 3  কেও কাটিয়েছে!!!!!!!!  তো আপনি চাইলে সেট টি কিনতে পারেন।।
Learn more »

জনপ্রিয় দশটি স্মার্টফোন: কেনার আগে জেনে নিন!





স্মার্টফোনগুলোকে জনপ্রিয় করার জন্য ব্রিলিয়ান্ট এইচডি স্ক্রিন, প্রসেসিং ক্ষমতা, পারফর্মেন্স ও উদ্ভাবনি বিভিন্ন নতুন ফিচারের সমন্বয় করেছে নির্মাতারা। এনডিটিভির তালিকা অনুযায়ী ২০১৩ সালের সেরা ১০টি স্মার্টফোনের বিস্তারিত-
১. এইচটিসি ওয়ান
২০১৩ সালে এইচটিসির অন্যতম সেরা স্মার্টফোন এইচটিসি ওয়ান। পারফর্মেন্স ও স্টাইলের দিক দিয়েও এটা জনপ্রিয়তা অর্জন করেছে।
ভালো দিক-
ব্রিলিয়ান্ট এইচডি স্ক্রিন, উন্নত গঠনশৈলী, সেরা পারফর্মেন্স, ভালো ব্যাটারি ব্যাকআপ
খারাপ দিক-
পাওয়ার বাটনের অবস্থান, ছবিতে গ্রেইন থাকে এবং মাঝে মাঝে অস্পষ্ট হয়।
বাংলাদেশে মূল্য প্রায় ৫৫,০০০ টাকা।
২. গ্যালাক্সি এসফোর
বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতা স্যামসাংয়ের সর্বাধুনিক স্মার্টফোন গ্যালাক্সি এসফোর।
ভালো দিক-
ব্রিলিয়ান্ট এইচডি স্ক্রিন, ভালো পারফরমেন্স, ভালো ব্যাটারি ব্যাকআপ, ভালো ক্যামেরা (অল্প আলো বাদে)
খারাপ দিক-
আগের মডেলের অনুরুপ ডিজাইন, অল্প আলোতে ভালো ছবি উঠে না, এফএম রেডিও নেই, স্যামস্যাংয়ের অ্যাপ দিয়ে মেমোরির অধিকাংশ দখল হওয়া।
বাংলাদেশে মূল্য প্রায় ৬৩,৫০০ টাকা।
৩. অ্যাপল আইফোন ফাইভএস
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ৬৪ বিট প্রসেসরের সমন্বয়ে অ্যাপলের আইফোন ফাইভএস এ বছরের অন্যতম সেরা স্মার্টফোন। অ্যাপল ভক্তরাও স্মার্টফোনটি পেয়ে যথেষ্ট খুশি।
স্মার্টফোনটির বিস্তারিত-
ডিসপ্লে: ৪ ইঞ্চি, প্রসেসর ১.৩ গিগাহার্জ, সামনের ক্যামেরা ১.২ মেগাপিক্সেল, স্ক্রিন রেজুলিশন- ৬৪০ বাই ১১৩৬ পিক্সেল, র‌্যাম ১ জিবি, ওএস- আইওএস ৭, স্টোরেজ -১৬ জিবি, পেছনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল, ব্যাটারি ১৫৭০ এমএএইচ।
বাংলাদেশে মূল্য প্রায় ৭০,০০০ টাকা।
৪. গ্যালাক্সি নোট থ্রি
স্যামসাংয়ের আরেকটি সেরা স্মার্টফোন গ্যালাক্সি নোট থ্রি।
ভালো দিক
ব্রিলিয়ান্ট এইচডি স্ক্রিন, ভালো পারফরমেন্স, সর্বশেষ অপারেটিং সিস্টেম, একহাতে সহজে ব্যবহারের সুবিধা
খারাপ দিক
এফএম রেডিও নেই, ফোরকে ভিডিও রেকর্ডিং নেই, মূল্য বেশি, কম আলোতে নিম্নমানের ছবি।
বাংলাদেশে মূল্য প্রায় ৫১,০০০ টাকা।
৫. নোকিয়া লুমিয়া ১৫২০
নোকিয়ার প্রথম ফ্যাবলেট (স্মার্টফোন ও ট্যাবলেটের সমন্বয়) লুমিয়া ১৫২০ মডেলের সর্বাধুনিক পণ্যটি। এতে ছয় ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর ও উইন্ডোজ ফোন এইট অপারেটিং সিস্টেম আছে।
ফিচার:
প্রসেসর- ২.২ গিগাহার্জ, সামনের ক্যামেরা- ১.২ মেগাপিক্সেল, স্ক্রিন রেজুলিশন- ১০৮০ বাই ১৯২০ পিক্সেল, র‌্যাম- ২জিবি, স্টোরেজ- ৩২ জিবি, পেছনের ক্যামেরা- ২০ মেগাপিক্সেল, ব্যাটারি- ৩৪০০ এমএএইচ।
বাংলাদেশে মূল্য প্রায় ৫৪,০০০ টাকা।
৬. মটরোলা মটো এক্স
বিশ্বের প্রথম কাস্টমাইজেবল স্মার্টফোন হিসেবে পরিচিত এ স্মার্টফোনটিতে বেশকিছু উদ্ভাবনী উপাদান যোগ করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনটির মূল্যও তুলনামূলকভাবে কম।
ফিচার
প্রসেসর- ১.৭ গিগাহার্জ, ডিসপ্লে ৪.৭ ইঞ্চি, সামনের ক্যামেরা- ২ মেগাপিক্সেল, স্ক্রিন রেজুলিশন- ৭২০ বাই ১২৮০ পিক্সেল, র‌্যাম- ২জিবি, অপারেটিং সিস্টেম- অ্যান্ড্রয়েড ৪.২, স্টোরেজ-১৬জিবি, পেছনের ক্যামেরা- ১০ মেগাপিক্সেল, ব্যাটারি- ২২০০এমএএইচ।
বাংলাদেশে মূল্য প্রায় ৪০,০০০ টাকা।
৭. এলজি জিটু
এলজির সর্বাধুনিক স্মার্টফোন এলজি জিটু বেশকিছু ফিচারের জন্য ব্যবহারকারীদের দৃষ্টি কেড়েছে। এর মধ্যে রয়েছে এর উদ্ভাবনী পেছনের বাটন। এতে স্মার্টফোনটি একহাতে চালাতে ব্যাপক সুবিধা হয়।
ভালো দিক-
ব্রিলিয়ান্ট ডিসপ্লে, ভালো পারফর্মেন্স, ভালো ব্যাটারি ব্যাকআপ।
খারাপ দিক-
বেমানান বাটন, প্লাস্টিকে নির্মিত পেছনভাগ।
বাংলাদেশে মূল্য প্রায় ৪৯,০০০ টাকা।
৮. সনি এক্সপেরিয়া জেড আল্ট্রা
৬.৪ ইঞ্চির বড় আকারের স্ক্রিনযুক্ত বেশ পাতলা ফ্যাবলেট সনি এক্সপেরিয়া জেড আল্ট্রা।
ভালো দিক-
দারুণ পারফর্মেন্স, ভালো ডিসপ্লে।
খারাপ দিক-
ব্যাটারি লাইফ কম, ছবির বিস্তারিত কম, ক্যামেরার জন্য ফ্ল্যাশ নেই, বৃহদাকার।
বাংলাদেশে মূল্য প্রায় ৬৪,০০০ টাকা।
৯. ব্ল্যাকবেরি কিউটেন
কানাডিয়ান বনেদি স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরি তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম সংযোজন করে বানিয়েছে ব্ল্যাকবেরি কিউটেন। বহু আগে থেকেই প্রতিষ্ঠানটি স্মার্টফোন নির্মাতা হিসেবে পরিচিত।
ভালো দিক-
কার্যকর কি বোর্ড, ভালো পারর্ফমেন্স, ভালো ব্যাটারি ব্যাকআপ, মানসম্মত ক্যামেরা।
খারাপ দিক-
ব্যয়বহুল, তৃতীয় পক্ষের অ্যাপের ঘাটতি, স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও ১:১, এফএম রেডিওর অভাব।
বাংলাদেশে মূল্য প্রায় ৫৯,০০০ টাকা।
১০. এলজি জি ফ্লেক্স
এলজির বাঁকানো ডিসপ্লের স্মার্টফোন জি ফ্লেক্স বিশ্বব্যাপী ব্যবহারকারীদের দৃষ্টি কেড়েছে। দারুণ পারফর্মেন্স ও উদ্ভাবনের সমন্বয় রয়েছে এতে।
ফিচার-
ডিসপ্লে- ৬ ইঞ্চি, প্রসেসর- ২.২ গিগাহার্জ, সামনের ক্যামেরা- ২.১ মেগাপিক্সেল, স্ক্রিন রেজুলিশন- ৭২০ বাই ১২৮০ পিক্সেল, র‌্যাম- ২ জিবি, অপারেটিং সিস্টেম- অ্যান্ড্রয়েড ৪.২, স্টোরেজ- ৩২ জিবি, পেছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ব্যাটারি, ৩৫০০এমএএইচ।
Learn more »

Ebuddy Messenger: চমৎকার একটি চ্যাটিং অ্যাপ



সোশ্যাল সাইটগুলো’তে(Social SItes) বর্তমানে মানুষের উপস্থিতি বেড়েই চলেছে। সাথে সাথে বাড়ছে সাইটগুলোর জনপ্রিয়তা সাইটগুলো’তে সহজেই এক্সেস(Access) করার জন্য তৈরী করা হচ্ছে নতুন নতুন সব অ্যাপস্(Apps)। আবার চ্যাটিং(Chatting) করার জন্যও তৈরী করা হচ্ছে বিভিন্ন ধরনের চ্যাটিং অ্যাপ(Chatting App)। তেমন একটি অ্যাপ(App) ইবাডি(Ebuddy) মেসেঞ্জার(Ebuddy Messenger) যা ব্যবহার করে সহজেই চ্যাট(Chat) করা যাবে:
ফেসবুক(Facebook), এমএসএন(MSN), ইয়াহু(Yahoo), এআইএম(AIM), আইসিকিউ(ICQ), জি-টক(G-Talk)এমনকি মাইস্পেসেও(Myspace)। ফিচারগুলো:-
১. সব নেটওয়ার্কের(Network) বন্ধুদের নামের তালিকা(List) দেখাবে একটি মাত্র লিস্টে,
২. ব্যাকগ্রাউন্ডে(Background) রান(Run) করে,
৩. ক্যামেরা(Camera) ব্যবহার করে এভাটার(Avatar) সেট করা যায়,
৪. কম রেজ্যুলেশন(Resolution) স্ক্রিনেও(Screen) চলে এটি,



Learn more »

Walpad 8B- Walton এর আরও একটি নতুন মোবাইল এবার ১ জিবি রেম নিয়ে !

Walton কয়েক দিনের মধ্যে অনেক গুলো নতুন নতুন মোবাইল এনেছে বাজারে । আজকে walton এবার আরও একটি নতুন ফোন ঘোষণা করেছে । Walton অনেক ক্রেতা হারিয়েছিল রেম কম থাকার কারণে । walton এর অনেক গুলো ফোন এ সব কিছু ঠিক ছিল কিন্তু রেম টা কম থাকত । অনেক মানুষ এই ব্যাপারে অভিযোগ জানালে walton এই ব্যাপারে বিবেচনা করে নতুন মোবাইল টি তে ১ জিবি রেম দিয়েছে । আশা করা যাচ্ছে এই মোবাইল টি বাজারে বাজীমাত করবে ।
অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলি বিন ।
১.২ quad কোর প্রসেসর ।
রেম ঃ ১ জিবি
রোম অথবা ইন্টারনাল মেমোরি ঃ ৮ জিবি
external মেমোরি ঃ Up to 32 GB
৩জি ; ইয়েস । এটি তে ৩ জি ইন্টারনেট স্পীড সাপোর্ট করবে ।
৪ জি ঃ নো । হুম এটিতে ৪ জি সাপোর্ট করবে না । অবশ্যই এটা আমাদের দরকার ও হবে না এত তাড়াতাড়ি ।
Primaryঃ ৫ মেগা পিক্সেল .
Secondaryঃ ১.৩ মেগা পিক্সেল
এটি ফেব্রুয়ারি তে মার্কেট গুলো তে আসবে বলে ধারনা করা হচ্ছে । আমার মনে হয় এটির সব চেয়ে বড় ফিচার হল ১ জিবি রেম ।
এটির সঙ্গে নিচের অ্যাপ গুলো থাকবে ঃ
Facebook
Android Market(Play Store)
Office suite ইত্যাদি ।

Learn more »

অতি সহজে root করুন আপনার প্রিয় Android

আপনাদের এমন একটি অ্যাপ দিবো যেটি দিয়ে আপনি আপনার Android সেট সহজে রুট করতে পারবেন।অ্যাপটির নামFramaroot.



এখন আপনাদের দেখাব কিভাবে এই অ্যাপ ব্যাবহার করে আপনাদের সেট রুট করবেন
ডাঊনলোড করতে click করুন।
তারপর এটি আপনার Android সেটে ইন্সটল করুন।তারপর অ্যাপটি ওপেন করুন।

Install SupeuSU সিলেক্ট করুন।তারপর Aragorn এ  click করুন।success দেখালে ফোন restart দিন।ব্যাস সহজে হয়ে গেল রুট করা।




এটা রুট করার সবচেয়ে সহজ পদ্ধতি।কোন ভয় নাই,নির্ভয় হয়ে রুট করুন।
Learn more »

গীটার টিউনার ফর অ্যান্ড্রয়েড,


DaTuner হলো একটি সর্বকাজের উপযোগী এবং সহজ ইন্টারফেস সম্পন্ন ক্রোমাটিক টিউনার। এটি প্রাপ্ত আওয়াজের ফ্রিকুএন্সি-কে সর্ব নিকটস্থ নোট-এ নিয়ে যায় এবং তফাত প্রদর্শন করে দশমিক সংখায়, যেন আপনার গীটার, উকেলেলে, ভাওলিন, ব্যাস, সেলো, ম্যান্ডোলিন, পিয়ানো, হার্প, স্যাক্সোফোন, ব্যালাফোন, ডুকাটি টাইমিং বেল্ট, হারমনিকা, কাযু, বা অন্য যে কোনো মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট টিউন করতে সুবিধা হয়।
ফিচার সমূহঃ


  • সঠিক টিউন শুনে নেবার ব্যবস্থা।
  • অটো সেন্সিটিভিটি, কোনো কনফিগারেশন -এর দরকার নেই।
  • প্রদর্শীত তথ্যাদি পড়া যথেষ্ট সহজ।
  • দ্রুত, সঠিক, যথাযথ। < 0.3 cents @ E3 (329.62Hz), <0.1 cents @ C5(1046.5Hz), < 1 cent @ A2 (110Hz)
  • কোনো ডেড যোন নেই। টিউনিং সঠিক হলে স্ক্রীন সবুজ রঙ ধারণ করে।
  • অ্যাড মুক্ত।
প্রো ফিচার সমূহঃ
  • টিউণ করার দিক নির্দেশনা।
  • টেম্পেরামেন্টস।
  • নোটেশন।
  • কৃত্তিম স্ট্রোব টিউনার ডিস্প্লে।
  • টিউনিং ভুল এর দশমিক প্রদর্শন।
  • পিচ পাইপ।
  • অটো পিচ পাইপ।
  • সঠিক/ভুল টিউনিং-এর রঙ পরিবর্তন।
  • ট্রান্সপশিসন।
  • টিউনিং অ্যালগরিদম।
  • স্যামপ্ল রেইট রেইঞ্জ ৮kHz - ৪৮kHz.
প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড ভার্সনঃ ১.৬+


স্ক্রীনশটঃ




ফাইল সাইজঃ ২৬০কিলোবাইট (APK)

Download
Learn more »

Walton Primo ZX 3 GB রেম, 16 MP ক্যামেরা 2.26 GHz Quad-Core প্রসেসর!

ওয়াল্টন কোম্পানি আরও একটি ফোন তাদের অ্যান্ড্রয়েড এর সিমানা তে যোগ করল । এটির বিশেষ কয়েক টি ফিচার আছে যেগুলো মানুষ কে ফোন টি কিনার জন্য আগ্রহী করে তুলবে । ওয়াল্টন আসলেই দিন দিন অনেক এগিয়ে যাচ্ছে । অনেকে এই মোবাইল টি দেখে মজা করে বলছে যে , ওয়াল্টন বাজারে এবার পারমাণবিক বোমা আনছে , যারা এ কয়েক দিনের মধ্যে ওয়াল্টন এর শো রুম এ গেচেন তারা হয়ত আঁচ করে ফেলছেন । হাহাহা  বলবেই ত কারন এটি তে যে ফিচার গুলো যোগ করা হয়েছে এগুলো দেখলে মানুষ ত এমনিতেই পাগল হয়ে যাবে (মজা করলাম রাগ কইরেন না)  । এটির বিশেষ কয়েক টি ফিচার আছে যা হয়ত আগের ওয়াল্টন এর কোন মোবাইল এ ছিল না । যথা ঃ ৩ জিবি রেম , ১৬ মেগা ফিক্সেল ক্যামেরা এবং ২.২৬ GHz Quad কোর প্রসেসর । চলুন এই ফোন টির আরেও ফিচার গুলো দেখে নেই ।








অপারেটিং সিস্টেম ঃ অ্যান্ড্রয়েড ৪.৩ । এই ইনফর্মেশন টা ভুল হতে পারে কারণ ওয়াল্টন officially কিছু জানাই নাই । হয়ত এই ফোন টি কিট কাট ৪.৪ অপারেটিং সিস্টেম নিয়ে আসতে পারে ।
রেম ঃ ৩ জিবি , এই টাই মনে হয় সব চেয়ে বড় ফিচার ।
রোম (ইন্টারনাল মেমোরি) ঃ ৩২ জিবি ।
মেইন ক্যামেরা ঃ ১৬ মেগা পিক্সেল
ফ্রন্ট ক্যামেরা ঃ ৮ মেগা পিক্সেল
৩ জি : ইয়েস ।
৪ জিঃ ইয়েস ।
ব্যাটারি ঃ 2500 mAh Li-ion Polymer Battery
ফ্ল্যাশ লাইট ; ইয়েস
প্রসেসর ঃ 2.26 GHz Quad-Core
ডিসপ্লে ঃ ৫.৫ ইঞ্চি
এই ফোন এর কিছু ফিচার ভুল ও হতে পারে কারণ ওয়াল্টন এখনো officially ফিচার ঘোষণা করে নি ।
Learn more »

নিয়ে নিন প্রাথমিক চিকিৎসার একটি Android অ্যাপ!!!!!!!


আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাথমিক চিকিৎসা দেয়ার
একটি মেডিকেল অ্যাপ। া অ্যাপ টি জনপ্রিয় os Android এর জন্য প্রযোজ্য। আমরা অনেকেই
প্রাথমিক চিকিৎসা জানি না। এর ফলে অনেক সময় নানা রকম বিপদ ঘটতে পারে। এমনকি প্রাণহানিও
ঘটতে পারে। কিন্তু এই অ্যাপ টা আপনার সঙ্গে থাকলে চিন্তার কিছু নেই। আপনি এই অ্যাপ টি থেকে
নানা সমস্যার প্রাথমিক চিকিৎসা শিখতে পারবেন। এটি একটি বাস্তব স্মার্ট অ্যাপ।

First aid
first aid
Click here

Download:  http://www63.zippyshare.com/v/22706871/file.html

Learn more »

ডাউনলোড করে নিন Talking Tom Cat 2 এর নতুন ভার্সন !!

Tom



ফাইল  এর নামঃ Talking Tom 2 v4.1 - (apk24.net).apk
ফাইল টি আপডেট হয়েছেঃ November 15, 2013
ফাইল টির সাইজঃ 38.9 MB

tom

ডাউনলোড 

http://www.sharebeast.com/zp5zmtgtf14o

http://apk24.net/talking-tom-2-v4-1-free-download-new-version/
Learn more »

Adobe Photoshop Latest Version আপনার Android Phone এর জন্য। Edit করেন Dhoomছে


বর্তমানে স্মার্টফোন গুলোতে ভাল মানের ক্যামেরা থাকে। আমরা নানা কারনে অনেক ছবি তুলি। কিন্তু সব সময় ছবি আমাদের তোলা ছবি গুলো মন মত হয়না! তাই আমরা ছবি এডিট করতে চাই। আর ছবি এডিট করার জন্য অনেক অ্যাপ আছে। কিন্তু সব অ্যাপ গুলো ভাল হয় না।

Photoshop

আজ আপনাদের জন্য নিয়ে এলাম অন্যতম সেরা ফটো এডিটিং অ্যাপ।… Adobe Photoshop Touch for Phone!!! যার প্লে স্টোর মুল্য ৫ ডলার!


photoshop android


ফিচারঃ
১) এই অ্যাপ এ পাচ্ছেন নানারকম ফটোশপ ফিচার যেমনঃ লেয়ার, সিলেকশন টুল, এবং নানারকম ফিল্টার যা ছবিকে করবে আকরষনীয়!!
২) ক্লাসিক ফটোশপ ফিচারের মাধম্যে ছবি হবে আরো দারুন!! ছবিতে যুক্ত করুন টেক্সট , স্ট্রোকস, ফেইডস ইত্যাদি!
৩) Photoshop Touch এর দ্বারা ছবিতে দিন নানা ইফেক্ট, সাথে আছে ফিল্টারিং ব্রাশ!! মানে , ছবিকে ক্রিয়েটিভ করার অনেক উপাদানের সম্ভার আছে Photoshop Touch এ।
৪) Photoshop Touch এর সাহায্যে মুহুরতেই দুটি ছবিকে জোড়া দিতে পারেন। রিফাইন এজ ফিচারের দ্বারা কিছু সিলেক্টিভ অংশেও এডিট করতে । যেমনঃ মাথার চুল
৫) এই অ্যাপ এর সাথে পাচ্ছেন ফ্রি দুই জিবি ক্লাউড স্টোরেজ। তাই সহজেই আপনার ফটোগুলো ক্লাউডে সেভ করতে পারেন।
৬) সর্বচ্চো ১২ মেগাপিক্সেল এর ছবি এডিট করার সুবিধা আছে!!



Developer: Adobe Systems
Google Play Store Rating: 3.9/5
Price: $4.99

ডাউনলোড করতে এখানে CliCK করুন।


Learn more »

ব্ল্যাকবেরির জনপ্রিয় ম্যাসেন্জার “বিবিএম” এবারে এন্ড্রোয়েড এবং আইওএসে


দীর্ঘ প্রতীক্ষার পর কানাডিয়ান স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরি লিমিটেড তাদের সবচেয়ে জনপ্রিয় ম্যাসেন্জার সার্ভিস বিবিএম এখন এন্ড্রোয়েড এবং আইওএসে ডাউনলোডের জন্য প্রস্তুত। গেল মাসে তারা সার্ভিসটি বাজারে আনার ঘোষনা দিলেও শেষমুহূর্তে হ্যাকারদের কবলে পড়ায় তারা সিদ্ধান্তটি পরিবর্তন করে। তবে তাদের চুরি হয়ে যাওয়া সে সার্ভিসটি [link|http://nerdberry.net/2013/09/16/leaked-bbm-for-android-apk-file/ নার্ডবেরি  নামে একটি দল বাজারে ছেড়ে দেয়। এবং একটি এপিকে ফাইল ডাউনলোড করে এন্ড্রোয়েড ব্যাবহারকারীরা তা ব্যবহারও করতে শুরু করে।



যাই হোক, এবারে অফিসিয়ালি ব্ল্যাকবেরি কর্তৃপক্ষই জনপ্রিয় এ সার্ভিসটি ব্যাবহারের সুযোগ দিল। তবে ঘোষনা অনুযায়ী গত মাসেই হয়তো সবাই সার্ভিসটি ব্যাবহারের সুযোগ পেতেন। কিন্তু লিকড হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ এটি আটকে দেয়।
তবে একটা সমস্যা তবু থেকেই যাচ্ছে ব্যাবহারের ক্ষেত্রে। ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ বলছে(দাবী করছে) , ব্যাপক চাহিদা থাকায় তারা এ মুহূর্তে সব গ্রাহককে এ সার্ভিসটি দিতে পারছে না। সার্ভিসটি পেতে কিছুদিন অপেক্ষা করতে হবে। এখন কেবলমাত্র তারাই এটি ব্যবহার করতে পারবে যারা বিবিএম সার্ভিসটির জন্য প্রি-রেজিষ্ট্রার করেছিলেন। নিচের ছবিটির মতো অন্য সব ব্যাবহারকারীদের ইমেইল ঠিকানা দিয়ে ব্ল্যাকবেরির সম্মতির জন্য অপেক্ষা করতে হবে। সম্মতি পাওয়া গেলেই কেবলমাত্র তখন থেকে আপনি বিবিএমের অফিসিয়াল রেজিষ্টার্ড গ্রাহক।


এন্ড্রোয়েড ব্যাবহারকারীরা ডাউনলোড করুন
আইওএস ব্যাবহারকারীরাদের ডাউনলোড  লিংক


আমাদের নিয়মিত update  জানতে আমাদের ফব পেইজ এ লিকে দিন।

এই post টি ভাল লাগলে PLZ Share করুন


Learn more »

এবার কম্পিওটার এ Google Play Store থেকে ফ্রি Download করার জন্য সবচেয়ে সহজ উপায়

প্রথমে Google Chrome Browser টি Install দিন। ডাউনলোড এর প্রয়োজনে লিন্কঃ Google Chrome

Android


অতঃপর এই Extension টি ডাউনলোড দিন এবং Unzip করুন। লিন্কঃ Google Play Store Downloader  Extension 
Manually ডাউনলোডকৃত Extension টি Browser এ Add করুন ।
Manually Add করার পদ্ধতী পর্যায়ক্রমেঃ
Setting > Extension > Developer Mode > Load unpacked extension > Browse And Select the Unzip Folder > Ok
অতঃপর Extension Enable করুন। Allow in incognito লেখাটিতে টিক মার্ক দিন এবং এর পাশে থাকা Option এ ক্লিক করুন। একটি Tab আসবে। সেখনে আপনি আপনার Email Id এবং Android Device Id এবং Sim Operator দিয়ে Log in করে Save Setting দিন।
Android Device Id দুটি পদ্ধতীতে নির্নয় করতে পারেনঃ
১. *#*#8255#*#* Dial করলে পেয়ে যাবেন।
২. Android Device Id এই Software টি দিয়ে দেখতে পারেনঃ লিন্ক(Android Device Id Detector)
Log in করতে Device Id ব্যবহারের কারন, অনেক সফ্টওয়্যার Device ভেদে ভিন্ন Version এবং Size এর হয়।
কাজ শেষ। এবার Google Play Store এ আপনার প্রয়োজনীয় সফ্টওয়্যারটির ফ্রি অথবা Trail Version এর লিন্ক টি Address Bar কপি করে এই লিন্ক এ পেষ্ট করে Generate Download লিন্ক এ ক্লিক করুন এবং মনের সুখে ডাউনলোড করুনঃ                  Download
Learn more »

অ্যান্ড্রয়েড ফোনের জন্য Awesome একটি কীবোর্ড ‘কাই কীবোর্ড’ (Kii Keyboard)



জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল (Google.com) তাদের অন্যতম আবিস্কার ‘অ্যান্ড্রয়েড’ (Andorid)। যা প্রতিনিয়তই আপগ্রেড হচ্ছে। আর এ কারণেই ব্যবহারকারীদের মধ্যে দেখা যাচ্ছে ভিন্নতা। কেউ জিঞ্জারব্রেড (Gingerbread), কেউ আইসক্রিম স্যান্ডউইচ(Ice Cream Sandwitch), আবার কেউবা জেলী বিন (Jelly Bean) ব্যবহার করছে। আর এক্ষেত্রে, অ্যান্ড্রয়েডের ভার্সনগুলোর ভিন্নতার পাশাপাশি এদের আইকন, কীবোর্ড ইত্যাদির মধ্যেও দেখা যায় বিভিন্ন ধরনের পরিবর্তন। বিভিন্ন ধরনের ভার্সনের পরিবর্তনের অনেকের কাছে ফোনের সবচেয়ে প্রয়োজনীয় কীবোর্ডটি অনেক সময়ই পছন্দ হয় না বা স্বাচ্ছন্দ্যবোধ করে না। সবার কাছে গ্রহনযোগ্য আর বিশ্বব্যাপী জনপ্রিয় একটি কীবোর্ড শেয়ার করব আপনাদের সাথে। ‘কাই কীবোর্ড’
যেসব সুবিধাসমূহ পাওয়া যাবে:-

১. সহজ নেভিগেশন (Easy Navigation),
২. স্যুইফ্ট কী (Swiftkey),
৩. ৮টি বিল্ট-ইন এইচডি থিম (Built-in HD Themes)
৪. কীবোর্ডের লে-আউটের আকারে পরিবর্তন (Keyboard Layout Size),
৫. ভাইব্রেশন- ভাইব্রেশন রেটে পরিবর্তন (Vibration),
৬. অতিরিক্ত অ্যারো কী রো (Extra Arrow Key Row),
৭. অতিরিক্ত নাম্বার কী রো (Extra Number Key Row),
৮. প্রেডিকশন সুবিধা (Prediction),
৯. কীবোর্ড লে-আউটসমূহ আইওএস ৬ (IOS6), পিসি (PC), কম্প্যাক্ট কোয়ার্টি (Compact Quarty), ডিভিওর‌্যাক(Dvorak), এজার্টি (Azarty), কোলম্যাক (Colemak),
১০. ফন্ট (Font) এবং কালারে পরিবর্তন (Colour),
১১. কীবোর্ডের লে-আউটে ইচ্ছে মতো ছবি ব্যবহারের সুবিধা,
১২. জেলী বিন (Jelly Bean) লেটেস্ট ভার্সন ৪.২ কীবোর্ড ইত্যাদি

উপরোক্ত সুবিধাসমূহ ছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে কীবোর্ডটিতে।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।


Learn more »
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks