Just Click & Earn Money

আসছে নকিয়ার অ্যান্ড্রয়েড ফোন ‘এক্স’




‘নকিয়া এক্স’ নামে কম দামের একটি অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন আগামী মার্চ মাসেই বাজারে আসতে পারে। নকিয়ার এই স্মার্টফোনটিকে নরম্যান্ডি বলাও হচ্ছে। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
দীর্ঘদিন ধরেই কম  দামের অ্যান্ড্রয়েডনির্ভর নকিয়ার তৈরি স্মার্টফোন বাজারে আসতে পারে বলে প্রযুক্তি-বিশ্বে গুঞ্জন রয়েছে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।  নকিয়ার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি এরমধ্যেই ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার বাজারে বিক্রির জন্য অনুমোদনও পেয়ে গেছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
নকিয়ার তৈরি ‘এক্স’ স্মার্টফোনটির মডেল নম্বর হতে পারে আরএম-৯৮০। এর আগে এই মডেল নম্বরটি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সনদ প্রদানকারী কর্তৃপক্ষের বেঞ্চমার্ক তালিকায় দেখা গেছে।
নকিয়া ইন্ডিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, নকিয়ার এক্স স্মার্টফোনটি আশা সিরিজের মধ্যে পড়তে পারে। নকিয়া এক্স স্মার্টফোনটির সঙ্গে বাজারে মানিপেনি নামে ডুয়াল সিমের একটি উইন্ডোজ ফোনও বাজারে আসতে পারে।
বিভিন্ন স্মার্টফোনের তথ্য ফাঁসকারী হিসেবে পরিচিতি পেয়েছে ইভলিকস নামের একটি টুইটার অ্যাকাউন্ট। ইভলিকসের তথ্য অনুযায়ী, নকিয়ার এক্স স্মার্টফোনটি হবে চার ইঞ্চি মাপের। এতে থাকবে অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমের কাস্টমাইজড সংস্করণ। ডুয়াল কোরের প্রসেসরযুক্ত স্মার্টফোনটির পেছনে থাকবে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধা। এতে অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশনের পাশাপাশি নকিয়ার নিজস্ব অ্যাপসও সমর্থন করবে।
‘এক্স’ নামের স্মার্টফোনটি নিয়ে প্রযুক্তি-বিশ্বে শোরগোল উঠলেও এটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি নকিয়া।
এদিকে বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, মাইক্রোসফটের অধীনে যাওয়ার পর নকিয়ার কাছ থেকে যাঁরা অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন পাবার আশা একেবারেই ছেড়ে দিয়েছিলেন তাঁদের জন্য এ বছরের মার্চেই সুখবর আসতে পারে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ নকিয়ার পণ্য পরিকল্পনার সঙ্গে যুক্ত এমন কয়েকজন কর্মকর্তার বরাতে জানিয়েছে, নিজস্ব অ্যান্ড্রয়েড ফোন তৈরি করছে নকিয়া।
এর আগে নিউইয়র্ক টাইমসের বিটস ব্লগে প্রকাশিত হয় নকিয়ার অ্যান্ড্রয়েড পরিকল্পনার কথা। গত বছরের সেপ্টেম্বর মাসে বিটস  ব্লগ পোস্টে প্রযুক্তি বিশ্লেষক নিক উইংফিল্ড লিখেছিলেন, ২০১২ থেকে ২০১৩ সালের প্রথমদিকে লুমিয়া স্মার্টফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম পরীক্ষা করে দেখছিলেন নকিয়ার কর্মকর্তারা।
নকিয়া অ্যান্ড্রয়েডে গেলে স্মার্টফোনের বাজারে আরও ভালো অবস্থানে যেতে পারতো বলেও মনে করেন অনেক প্রযুক্তি বিশ্লেষক।
Learn more »

অন্যের পিসিতে ফেজবুক লগ-আউট করতে ভুলে গেছেন? নো টেনশন, নিন সমাধান


এটি কিন্তু ফেজবুকের সিকিউরিটি নিয়ে একটি পোষ্ট।  অনেক সময়  সাইবার ক্যাপে বা বন্ধুর পিসিতে ফেজবুক লগইন করে থাকেন কিন্তু কোন কারণে লগ-আউট করতে ভুলে গেলেন, তখন কি করবেন?? কি সাইবার ক্যাপে যাবেন? আবার বন্ধুর বাসায় যাবেন লগ আউট করতে? না ভয় পাবেন না ।  আপনি আপনার পিসি থেকেই লগআউট করে ফেলতে পারবেন।  তার জন্য নিচের ধাপ অনুস্বরণ করুন।
1. আপনার ফেজবুকে লগইন করুন।
2. একাউন্ট সেটিংসে যান।  নিচে দেখুন...................




3. security তে ক্লিক করুন, নিচে দেখুন........................]





4.  active sessions এ ক্লিক করুন, নিচে দেখুন....................





5. এখন Current Session   এ আপনার চলতি PC এর তথ্য দেখাবে আর Also Active এ শিরোনামে লগইন সক্রিয় আছে এমন কম্পিউটারের সময়, ডিভাইসের নাম, কোন শহর, আইপি এডড্রেস কি, কোন ব্রাউজার, কোন অপারেটিং সিস্টেম তা দেখাবে।, নিচে দেখুন................




6. এবার আপনি End activity তে ক্লিক করুন।  ব্যাস আপনার কাজ শেষ।  মানে আপনাকে আর দুশ্চিন্তা করত হবেনা, আপনার ফেজবুক অন্যের পিসি থেকে লগআউট হয়ে গেছে।


Learn more »

Walton Primo ZX – ওয়াল্টন কে সেরা স্মার্টফোন!!!


Walton Primo ZX Specs----
Technology


  • 2G Network~GSM 850 / 900 / 1800 / 1900
  • 3G Network~UMTS 900/2100
  • HSPA+
  • GPS-  with A-GPS support and GLONASS
  • Micro-SIM (Single SIM)

Display

  •  IPS LCD capacitive touchscreen, 16.7M colors
  • Size -5.5 inches, FHD 1920 x 1080 pixels
  • Pixel density ~401 ppi
  • multitouch up to 10 fingers
  • Protection ~Corning Gorilla Glass 3

Built
  • Dimensions~ 150.6 x 75.0 x 9.5 mm
Camera
  • Primary
  • 16 MP
  • Features~LED Flash, Geo tagging, Face and Smile detection, panorama, HDR, BSI Sensors, Blue Glass v3, f/2.2 aperture, CMOS sensors
  • Video~ Yes, 1080p@30fps
  • Secondary~Yes, 8 MP, 1080p
Hardware
  • OS~Android OS, v4.3 (Jelly Bean)
  • Chipset~Qualcomm Snapdragon 800
  • CPU~ Quad Core 2.26 GHz
  • GPU~Adreno 330
  • Sensors~Accelerometer (3D), Orientation, Proximity, Compass, Light sensors
  •  ROM 32GB, RAM 3GB
  • No Extra Storage

Connectivity
  • EDGE~Yes
  • WLAN~~Wi-Fi 802.11 a/b/g/n Wi-Fi Direct, Wi-Fi hotspot
  • Bluetooth~Yes, v4.0
  • USB
  •  Yes, microUSB v2.0, USB On-the-go support
Other features
  •  Wireless Display Sharing
    - Smart Gesture (pictures/call/answer/pause/alarm)
    - Adobe Reader
    - Kingsoft office
    - Touchpal Keyboard
    - Moboplayer, Realplayer
    - Office (word, excel, ppt)
Performance --- ওয়াল্টন প্রিমো  জেড এক্স এ আছে Qualcomm Snapdragon 800 processor যা আপনাকে দিবে অতুলনীয় স্পিড এর স্বাদ। এতে আছে ২.২ ghz processor যা আপনাকে মাল্টিটাস্কিং এর সুবিধা। অতএব  আপনার মাল্টিতাস্কিং এ কোন রকম অসুবিধা হবে না।।


Gaming--- এটার  GPU Adreno 330 আপনারা জানেন যে Adreno হল গেমিং এর Beast!!!তো আপনার গেমিং এ কোন প্রকার সমস্যা হবে না।  সব HD গেমস অনাএশে চলবে।

দাম------ ওয়াল্টন আখন অফিসিয়াল দাম প্রকাশ করেনি। তবে বলা হয়েছে যে দাম ৩৫ হাজার এর নিচে থাকবে।

মন্তব্য-- এতো দাম দিয়ে Non branded or Rebranded সেট না কেনাই ভাল কিন্তু এটি একটি চরম ডিভাইস!! Benchmark এ এটি Samsung Galaxy Note 3  কেও কাটিয়েছে!!!!!!!!  তো আপনি চাইলে সেট টি কিনতে পারেন।।
Learn more »

ভবিষ্যত প্রযুক্তি পাঁচ আঙুলের মাউস!




জাপানীজ কোম্পানী Double Research & Development Co. এক নতুন ধরনের ইনপুট ডিভাইস নির্মাণ করছে যা মাউসের মতোই কম্পিউটারে ইনপুট দেবে যার নাম Amenbo. এটি একটি পাঁচ আঙুলের ইনপুট ডিভাইস যা প্রতিটি আঙুলের নড়াচড়া এবং চাপ আলাদাভাবে সনাক্ত করতে পারে।
যন্ত্রটির প্রতিটি Fingertip অংশেই বিশেষ সেন্সর লাগানো আছে যাতে করে সবগুলো আঙুলের প্রদত্ত কমান্ড একসাথে রিসিভ করতে পারে, বিশেষ করে গেমস কমান্ডের ক্ষেত্রে এক হাত ব্যবহার করেই অনেক কাজ খুব সহজে করা যাবে নির্বিঘ্নে।
ডিভাইসটির প্রতিটি আঙুল নমনীয় জালের মতো তারের মাধ্যমে সংযুক্ত যাতে করে বিভিন্ন মাপের আঙুলের নড়াচড়ার জন্য এটি সম্প্রসারিত হতে পারে।


Learn more »

জনপ্রিয় দশটি স্মার্টফোন: কেনার আগে জেনে নিন!





স্মার্টফোনগুলোকে জনপ্রিয় করার জন্য ব্রিলিয়ান্ট এইচডি স্ক্রিন, প্রসেসিং ক্ষমতা, পারফর্মেন্স ও উদ্ভাবনি বিভিন্ন নতুন ফিচারের সমন্বয় করেছে নির্মাতারা। এনডিটিভির তালিকা অনুযায়ী ২০১৩ সালের সেরা ১০টি স্মার্টফোনের বিস্তারিত-
১. এইচটিসি ওয়ান
২০১৩ সালে এইচটিসির অন্যতম সেরা স্মার্টফোন এইচটিসি ওয়ান। পারফর্মেন্স ও স্টাইলের দিক দিয়েও এটা জনপ্রিয়তা অর্জন করেছে।
ভালো দিক-
ব্রিলিয়ান্ট এইচডি স্ক্রিন, উন্নত গঠনশৈলী, সেরা পারফর্মেন্স, ভালো ব্যাটারি ব্যাকআপ
খারাপ দিক-
পাওয়ার বাটনের অবস্থান, ছবিতে গ্রেইন থাকে এবং মাঝে মাঝে অস্পষ্ট হয়।
বাংলাদেশে মূল্য প্রায় ৫৫,০০০ টাকা।
২. গ্যালাক্সি এসফোর
বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতা স্যামসাংয়ের সর্বাধুনিক স্মার্টফোন গ্যালাক্সি এসফোর।
ভালো দিক-
ব্রিলিয়ান্ট এইচডি স্ক্রিন, ভালো পারফরমেন্স, ভালো ব্যাটারি ব্যাকআপ, ভালো ক্যামেরা (অল্প আলো বাদে)
খারাপ দিক-
আগের মডেলের অনুরুপ ডিজাইন, অল্প আলোতে ভালো ছবি উঠে না, এফএম রেডিও নেই, স্যামস্যাংয়ের অ্যাপ দিয়ে মেমোরির অধিকাংশ দখল হওয়া।
বাংলাদেশে মূল্য প্রায় ৬৩,৫০০ টাকা।
৩. অ্যাপল আইফোন ফাইভএস
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ৬৪ বিট প্রসেসরের সমন্বয়ে অ্যাপলের আইফোন ফাইভএস এ বছরের অন্যতম সেরা স্মার্টফোন। অ্যাপল ভক্তরাও স্মার্টফোনটি পেয়ে যথেষ্ট খুশি।
স্মার্টফোনটির বিস্তারিত-
ডিসপ্লে: ৪ ইঞ্চি, প্রসেসর ১.৩ গিগাহার্জ, সামনের ক্যামেরা ১.২ মেগাপিক্সেল, স্ক্রিন রেজুলিশন- ৬৪০ বাই ১১৩৬ পিক্সেল, র‌্যাম ১ জিবি, ওএস- আইওএস ৭, স্টোরেজ -১৬ জিবি, পেছনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল, ব্যাটারি ১৫৭০ এমএএইচ।
বাংলাদেশে মূল্য প্রায় ৭০,০০০ টাকা।
৪. গ্যালাক্সি নোট থ্রি
স্যামসাংয়ের আরেকটি সেরা স্মার্টফোন গ্যালাক্সি নোট থ্রি।
ভালো দিক
ব্রিলিয়ান্ট এইচডি স্ক্রিন, ভালো পারফরমেন্স, সর্বশেষ অপারেটিং সিস্টেম, একহাতে সহজে ব্যবহারের সুবিধা
খারাপ দিক
এফএম রেডিও নেই, ফোরকে ভিডিও রেকর্ডিং নেই, মূল্য বেশি, কম আলোতে নিম্নমানের ছবি।
বাংলাদেশে মূল্য প্রায় ৫১,০০০ টাকা।
৫. নোকিয়া লুমিয়া ১৫২০
নোকিয়ার প্রথম ফ্যাবলেট (স্মার্টফোন ও ট্যাবলেটের সমন্বয়) লুমিয়া ১৫২০ মডেলের সর্বাধুনিক পণ্যটি। এতে ছয় ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর ও উইন্ডোজ ফোন এইট অপারেটিং সিস্টেম আছে।
ফিচার:
প্রসেসর- ২.২ গিগাহার্জ, সামনের ক্যামেরা- ১.২ মেগাপিক্সেল, স্ক্রিন রেজুলিশন- ১০৮০ বাই ১৯২০ পিক্সেল, র‌্যাম- ২জিবি, স্টোরেজ- ৩২ জিবি, পেছনের ক্যামেরা- ২০ মেগাপিক্সেল, ব্যাটারি- ৩৪০০ এমএএইচ।
বাংলাদেশে মূল্য প্রায় ৫৪,০০০ টাকা।
৬. মটরোলা মটো এক্স
বিশ্বের প্রথম কাস্টমাইজেবল স্মার্টফোন হিসেবে পরিচিত এ স্মার্টফোনটিতে বেশকিছু উদ্ভাবনী উপাদান যোগ করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনটির মূল্যও তুলনামূলকভাবে কম।
ফিচার
প্রসেসর- ১.৭ গিগাহার্জ, ডিসপ্লে ৪.৭ ইঞ্চি, সামনের ক্যামেরা- ২ মেগাপিক্সেল, স্ক্রিন রেজুলিশন- ৭২০ বাই ১২৮০ পিক্সেল, র‌্যাম- ২জিবি, অপারেটিং সিস্টেম- অ্যান্ড্রয়েড ৪.২, স্টোরেজ-১৬জিবি, পেছনের ক্যামেরা- ১০ মেগাপিক্সেল, ব্যাটারি- ২২০০এমএএইচ।
বাংলাদেশে মূল্য প্রায় ৪০,০০০ টাকা।
৭. এলজি জিটু
এলজির সর্বাধুনিক স্মার্টফোন এলজি জিটু বেশকিছু ফিচারের জন্য ব্যবহারকারীদের দৃষ্টি কেড়েছে। এর মধ্যে রয়েছে এর উদ্ভাবনী পেছনের বাটন। এতে স্মার্টফোনটি একহাতে চালাতে ব্যাপক সুবিধা হয়।
ভালো দিক-
ব্রিলিয়ান্ট ডিসপ্লে, ভালো পারফর্মেন্স, ভালো ব্যাটারি ব্যাকআপ।
খারাপ দিক-
বেমানান বাটন, প্লাস্টিকে নির্মিত পেছনভাগ।
বাংলাদেশে মূল্য প্রায় ৪৯,০০০ টাকা।
৮. সনি এক্সপেরিয়া জেড আল্ট্রা
৬.৪ ইঞ্চির বড় আকারের স্ক্রিনযুক্ত বেশ পাতলা ফ্যাবলেট সনি এক্সপেরিয়া জেড আল্ট্রা।
ভালো দিক-
দারুণ পারফর্মেন্স, ভালো ডিসপ্লে।
খারাপ দিক-
ব্যাটারি লাইফ কম, ছবির বিস্তারিত কম, ক্যামেরার জন্য ফ্ল্যাশ নেই, বৃহদাকার।
বাংলাদেশে মূল্য প্রায় ৬৪,০০০ টাকা।
৯. ব্ল্যাকবেরি কিউটেন
কানাডিয়ান বনেদি স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরি তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম সংযোজন করে বানিয়েছে ব্ল্যাকবেরি কিউটেন। বহু আগে থেকেই প্রতিষ্ঠানটি স্মার্টফোন নির্মাতা হিসেবে পরিচিত।
ভালো দিক-
কার্যকর কি বোর্ড, ভালো পারর্ফমেন্স, ভালো ব্যাটারি ব্যাকআপ, মানসম্মত ক্যামেরা।
খারাপ দিক-
ব্যয়বহুল, তৃতীয় পক্ষের অ্যাপের ঘাটতি, স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও ১:১, এফএম রেডিওর অভাব।
বাংলাদেশে মূল্য প্রায় ৫৯,০০০ টাকা।
১০. এলজি জি ফ্লেক্স
এলজির বাঁকানো ডিসপ্লের স্মার্টফোন জি ফ্লেক্স বিশ্বব্যাপী ব্যবহারকারীদের দৃষ্টি কেড়েছে। দারুণ পারফর্মেন্স ও উদ্ভাবনের সমন্বয় রয়েছে এতে।
ফিচার-
ডিসপ্লে- ৬ ইঞ্চি, প্রসেসর- ২.২ গিগাহার্জ, সামনের ক্যামেরা- ২.১ মেগাপিক্সেল, স্ক্রিন রেজুলিশন- ৭২০ বাই ১২৮০ পিক্সেল, র‌্যাম- ২ জিবি, অপারেটিং সিস্টেম- অ্যান্ড্রয়েড ৪.২, স্টোরেজ- ৩২ জিবি, পেছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ব্যাটারি, ৩৫০০এমএএইচ।
Learn more »

Ebuddy Messenger: চমৎকার একটি চ্যাটিং অ্যাপ



সোশ্যাল সাইটগুলো’তে(Social SItes) বর্তমানে মানুষের উপস্থিতি বেড়েই চলেছে। সাথে সাথে বাড়ছে সাইটগুলোর জনপ্রিয়তা সাইটগুলো’তে সহজেই এক্সেস(Access) করার জন্য তৈরী করা হচ্ছে নতুন নতুন সব অ্যাপস্(Apps)। আবার চ্যাটিং(Chatting) করার জন্যও তৈরী করা হচ্ছে বিভিন্ন ধরনের চ্যাটিং অ্যাপ(Chatting App)। তেমন একটি অ্যাপ(App) ইবাডি(Ebuddy) মেসেঞ্জার(Ebuddy Messenger) যা ব্যবহার করে সহজেই চ্যাট(Chat) করা যাবে:
ফেসবুক(Facebook), এমএসএন(MSN), ইয়াহু(Yahoo), এআইএম(AIM), আইসিকিউ(ICQ), জি-টক(G-Talk)এমনকি মাইস্পেসেও(Myspace)। ফিচারগুলো:-
১. সব নেটওয়ার্কের(Network) বন্ধুদের নামের তালিকা(List) দেখাবে একটি মাত্র লিস্টে,
২. ব্যাকগ্রাউন্ডে(Background) রান(Run) করে,
৩. ক্যামেরা(Camera) ব্যবহার করে এভাটার(Avatar) সেট করা যায়,
৪. কম রেজ্যুলেশন(Resolution) স্ক্রিনেও(Screen) চলে এটি,



Learn more »

Walpad 8B- Walton এর আরও একটি নতুন মোবাইল এবার ১ জিবি রেম নিয়ে !

Walton কয়েক দিনের মধ্যে অনেক গুলো নতুন নতুন মোবাইল এনেছে বাজারে । আজকে walton এবার আরও একটি নতুন ফোন ঘোষণা করেছে । Walton অনেক ক্রেতা হারিয়েছিল রেম কম থাকার কারণে । walton এর অনেক গুলো ফোন এ সব কিছু ঠিক ছিল কিন্তু রেম টা কম থাকত । অনেক মানুষ এই ব্যাপারে অভিযোগ জানালে walton এই ব্যাপারে বিবেচনা করে নতুন মোবাইল টি তে ১ জিবি রেম দিয়েছে । আশা করা যাচ্ছে এই মোবাইল টি বাজারে বাজীমাত করবে ।
অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলি বিন ।
১.২ quad কোর প্রসেসর ।
রেম ঃ ১ জিবি
রোম অথবা ইন্টারনাল মেমোরি ঃ ৮ জিবি
external মেমোরি ঃ Up to 32 GB
৩জি ; ইয়েস । এটি তে ৩ জি ইন্টারনেট স্পীড সাপোর্ট করবে ।
৪ জি ঃ নো । হুম এটিতে ৪ জি সাপোর্ট করবে না । অবশ্যই এটা আমাদের দরকার ও হবে না এত তাড়াতাড়ি ।
Primaryঃ ৫ মেগা পিক্সেল .
Secondaryঃ ১.৩ মেগা পিক্সেল
এটি ফেব্রুয়ারি তে মার্কেট গুলো তে আসবে বলে ধারনা করা হচ্ছে । আমার মনে হয় এটির সব চেয়ে বড় ফিচার হল ১ জিবি রেম ।
এটির সঙ্গে নিচের অ্যাপ গুলো থাকবে ঃ
Facebook
Android Market(Play Store)
Office suite ইত্যাদি ।

Learn more »

নকিয়া জাভা মোবাইলে ফাইল হাইড করুন কোনো সফটওয়্যার ছাড়াই!!

সফটওয়্যার ছাড়াই নকিয়া জাভা মোবাইল ফোনের ফাইল লুকিয়ে রাখা সম্ভব।
ছট্ট টিউন তবে কাজে লাগবে আশা করি।
চলুন শুরু করি,
আপনার নকিয়া জাভা ফোনে একটি ফোল্ডার তৈরি করুন এবং তার নামের শেষে .jad লিখুন। আগে বানানো হলেও অসুবিধা নাই।
ধরুন আপনি music.jad ফোল্ডার বানালেন এবার আপনি যে ফাইল গুলো লুকিয়ে রাখতে চান সেগুলো ঐ ফোল্ডারে মুভ করুন।
এখন একই নামে আর একটি ফোল্ডার তৈরি করে তার নামের শেষে .jar লাগিয়ে দিন। এখানে আমরা music.jad ফোল্ডার তৈরি করেছিলাম তাই নতুন ফোল্ডারের নাম হবে music.jar এবার লক্ষ্য করুন আপনার আগের ফোল্ডার টি মানে music.jad হাইড হয়ে গেছে।
এখন ফোল্ডার টি আন হাইড করবেন কিভাবে তাই ভাবছেন। খুব সহজ music.jar ফোল্ডারটি ডিলিট করুন।
নকিয়া ২৭৩০c তে পরিক্ষিত।
Learn more »
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks