Just Click & Earn Money

এন্ড্রয়েডের মোবাইল এবং ট্যাবের সেরা পাচটি ব্রাউজার।




ডলপিন: ডলপিন ব্রাউজার এন্ড্রয়েডের অন্যতম একটি সেরা ব্রাউজার।এর কিছু বৈশিস্ঠ হচ্ছে:
#ট্যাবযুক্ত ব্রাউজিং.
#ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে অন্য বন্ধুদের লিঙ্ক পাঠান.
#ভয়েস অনুসন্ধান.
#ঠারে সঙ্গে ন্যাভিগেশন.
#এক্সটেনশান সমর্থন ব্যবস্থা.
#গতি-ডায়াল.
ডাউনলোড
অপেরা ব্রাউজার:অপেরাতো এমনিতে একটা হিট ব্রাউজার সকল মোবাইলের জন্য।যাই হোক এর কিছু সুবিধা-
#ডাউনলোড বন্ধ হয়ে গেলে আবার পুনরা ফেরা যাবে।
#একটা স্মার্ট হোম পেইজ থাকে যাতে দরকারি সাইটগুলোর লিংক থাকে।
গুগুল ক্রোম: গুগুল ক্রোম ও একটি অন্যতম ভাল ব্রাউজারের মধ্য একটি।এটিতে ব্রাউজিং করতে আরাম দায়ক মনে হয়।
ডাউনলোড
ফায়ারফক্স: ফায়ারফক্স সাধারনত কম্পিউটারের জন্য দারুন একটি ব্রাউজার এখন কিন্তু এন্ড্রয়েডের জন্য ও ফায়ারফক্স ব্রাউজার ভালো জনপ্রিয়তা নিয়ে এসেছে।
UC ব্রাউজার : UC ব্রাউজার অন্যান্য মোবাইলের জন্য যেমন জনপ্রিয় তেমনিভাবে এন্ড্রয়েডের জন্য ও এখন জনপ্রিয় হয়ে উঠেছে।এটি ব্যাবহার করেও আপনার কাছে ভালো লাগতে পারে।

0 comments:

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks